রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর, যা আগামী পাঁচ দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। অন্যদিকে দেশের বাকি বিভাগগুলোতেও দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে।
বৃহস্পতিবার (১৫ মে) দেওয়া ১২০ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশের প্রভাবে দেশের বেশ কিছু অঞ্চলে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি হতে পারে। এ সময় দিনের তাপমাত্রা কিছুটা কমবে, তবে রাতের তাপমাত্রা প্রায় একই থাকবে।
বর্তমানে ফরিদপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা ধীরে ধীরে প্রশমিত হতে পারে।
শুক্রবার (১৬ মে) থেকে সোমবার (১৯ মে) পর্যন্ত দেশের আট বিভাগেই একই ধরণের আবহাওয়া বিরাজ করতে পারে। রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে বলে জানানো হয়েছে। এ সময় সর্বোচ্চ তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বর্ধিত পাঁচ দিন ধরে বৃষ্টিপাতের প্রবণতা বজায় থাকবে।
thebgbd.com/NIT