ঢাকা | বঙ্গাব্দ

১৪ জেলার ওপর দিয়ে বজ্রপাতের আশঙ্কা

  • নিজস্ব প্রতিবেদক | ১৫ মে, ২০২৫
১৪ জেলার ওপর দিয়ে বজ্রপাতের আশঙ্কা ফাইল ছবি

ঢাকা, চট্টগ্রামসহ দেশের ১৪টি জেলার ওপর দিয়ে বজ্রপাতসহ ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। বৃহস্পতিবার (১৫ মে) আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, কিশোরগঞ্জ, ফরিদপুর, কুমিল্লা, নোয়াখালী, খাগড়াছড়ি, রাঙামাটি, চট্টগ্রাম এবং সিলেট জেলার ওপর দিয়ে এই ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বজ্রপাতও হতে পারে, ফলে জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।


আবহাওয়া অধিদফতরের পক্ষ থেকে বলা হয়েছে, বজ্রপাতের সময় ঘরের জানালা ও দরজা বন্ধ রাখতে হবে। বাইরে যাওয়া এড়িয়ে চলা, গাছের নিচে আশ্রয় না নেওয়া, বৈদ্যুতিক ও ইলেকট্রনিক ডিভাইসের সংযোগ বিচ্ছিন্ন রাখা এবং জলাশয় বা খোলা জায়গা থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে কংক্রিটের দেয়াল বা মেঝেতে না থাকার আহ্বান জানানো হয়েছে। শিলাবৃষ্টির সম্ভাবনা থাকায় সবাইকে ঘরে অবস্থান করার পরামর্শও দিয়েছে সংস্থাটি।


thebgbd.com/NIT