অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করা ভারতীয়দের জোরপূর্বক পুশব্যাক করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, “আমরা কাউকে পুশইন করি না, ভারতীয়রাও যেন আমাদের নাগরিকদের নিয়ম মেনে ফেরত পাঠায়।”
শনিবার (১৭ মে) সুন্দরবনে বিজিবির ‘বয়েসিং ভাসমান বিওপি’ উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব বলেন।
সীমান্তে ভারতের পুশইন প্রসঙ্গে তিনি বলেন, “মান্দারবারি সীমান্ত দিয়ে তারা পুশইন করেছিল। আমরা প্রতিবাদ জানিয়েছি। কূটনৈতিকভাবে বিষয়টি সমাধানে চিঠি দেওয়া হয়েছে, রাষ্ট্রদূত, পররাষ্ট্র ও নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে আলোচনা হয়েছে।”
তিনি জানান, ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবি, আনসার ও স্থানীয়দের প্রতিরোধে পুশইন ঠেকানো গেছে। তিনি সাংবাদিক ও সাধারণ মানুষের সহযোগিতাও কামনা করেন।
পুশইনের পেছনে ভারতের অভ্যন্তরীণ পরিস্থিতির যোগসূত্র রয়েছে বলে মন্তব্য করেন তিনি। “গুজরাটে বাঙালি বসতি উচ্ছেদের পর থেকেই এটা শুরু হয়েছে,” বলেন তিনি।
রোহিঙ্গা ইস্যুতে তিনি জানান, কিছু ইউএনএইচসিআর কার্ডধারী এবং রোহিঙ্গাদেরও পুশইন করা হয়েছে, যা নিয়ে বাংলাদেশ প্রতিবাদ জানিয়েছে।
অবৈধ ভারতীয়রা বাংলাদেশে থাকলে তাদের আইনি পথে ফেরত পাঠানোর কথাও জানান উপদেষ্টা। তবে জোর করে পুশব্যাক নয়, “প্রোপার চ্যানেলে” পাঠানো হবে বলেও তিনি জোর দেন।
অনুষ্ঠানে বিজিবি মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
thebgbd.com/NIT