ঢাকা | বঙ্গাব্দ

গাজা পুনর্গঠনে আরব নেতাদের আহ্বান

আরব নেতারা শনিবার আন্তর্জাতিক সম্প্রদায়কে গাজা পুনর্গঠনের পরিকল্পনায় অর্থায়নের আহ্বান জানিয়েছেন।
  • অনলাইন ডেস্ক | ১৮ মে, ২০২৫
গাজা পুনর্গঠনে আরব নেতাদের আহ্বান আরব লিগ।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফের ফিলিস্তিনি ভূখণ্ড গাজা দখলের প্রস্তাব উত্থাপনের প্রতিক্রিয়ায় আরব নেতারা শনিবার আন্তর্জাতিক সম্প্রদায়কে গাজা পুনর্গঠনের পরিকল্পনায় অর্থায়নের আহ্বান জানিয়েছেন।


বাগদাদ থেকে এএফপি জানায়, বাগদাদে অনুষ্ঠিত আরব লিগের এক সম্মেলনের চূড়ান্ত ঘোষণাপত্রে বলা হয়েছে, ‘আমরা দেশসমূহ ও আন্তর্জাতিক ও আঞ্চলিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি, তারা যেন গাজা পুনর্গঠনের আমাদের পরিকল্পনা কার্যকর করতে দ্রুত আর্থিক সহায়তা দেয়।’


সূত্র: এএফপি 


এসজেড