ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদির দেশের বাইরে স্থায়ী হওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন। সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে তাকে এ বিষয়ে খোলামেলা কথা বলতে দেখা গেছে।
একটি অনুষ্ঠানে অংশ নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি। সেখানে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বলতে গিয়ে সালমান বলেন, “আমার আকাঙ্ক্ষা অনেক বড়। আমি চাই আরও এগিয়ে যেতে। আল্লাহ আমার সঙ্গে থাকলে আমি অবশ্যই বড় হব ইনশাল্লাহ।”
বাংলাদেশ নিয়ে কথা বলার প্রসঙ্গে তিনি বলেন, “আমি এখন এ দেশে থাকি, তাই এ দেশের কথা বলি। কিন্তু যখন আমি আর এখানে থাকব না, তখন দেশের বিষয়ে কথা বলার নৈতিক অধিকার আমার থাকবে না। সুতরাং তখন আর কিছু বলব না।”
দেশ ছাড়ার ইচ্ছার বিষয়ে স্পষ্ট করে সালমান মুক্তাদির বলেন, “আমি অনেক আগেই বলেছি, আমার স্বপ্ন ও শখ পূরণ হলেই আমি দেশের বাইরে চলে যাব। এটাই আমার জীবনের পরবর্তী ধাপ।”
তিনি আরও জানান, এটি কোনো আবেগপ্রবণ সিদ্ধান্ত নয়, বরং বাস্তবতা থেকে উদ্ভূত চিন্তা। তার ভাষায়, “এই সিদ্ধান্তের পেছনে আবেগ নয়, বাস্তব চিন্তা রয়েছে। বাইরের দেশের জীবনযাত্রার মান, পরিবেশ ও পারিবারিক কাঠামো সব দিক থেকেই ভালো। ছোটবেলা থেকেই বিদেশ যাওয়ার ইচ্ছা ছিল। আমি অবশ্যই যাব এবং যদি সুযোগ পাই, দেশের জন্যও কিছু করব।”
thebgbd.com/NIT