২০২৫-২৬ অর্থবছরে বিদ্যুৎ খাতে ভর্তুকি প্রায় অর্ধেকে নামিয়ে আনার পরিকল্পনা নিয়েছে সরকার। এতে কোষাগারে চাপ কমলেও সাধারণ মানুষের জন্য বিদ্যুতের খরচ বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
অর্থ ও বিদ্যুৎ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিদ্যুৎ খাতে চলতি ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত বাজেটে বরাদ্দ রয়েছে ৬২ হাজার কোটি টাকা, যা আগামী অর্থবছরে কমিয়ে ৩৫ হাজার কোটি টাকা করার প্রস্তাব করা হয়েছে—প্রায় ৪৪ শতাংশ কম।
বিদ্যুৎ বিভাগের এক শীর্ষ কর্মকর্তা জানান, চলতি বছর বড় একটি অংশ ব্যয় হয়েছে আগের বছরের জমে থাকা বকেয়া বিল পরিশোধে। দেশি-বিদেশি বিদ্যুৎ কোম্পানিগুলোর ওভারডিউ বিল পরিশোধ করায় পরবর্তীতে খরচ কিছুটা স্থিতিশীল হবে বলে আশা করা হচ্ছে।
পিডিবির এক কর্মকর্তা বলেন, ভর্তুকি কমানোর পাশাপাশি বিদ্যুৎ খাতে নানা সংস্কারের মাধ্যমে ১০ শতাংশ খরচ হ্রাস করে প্রায় সাড়ে ১১ হাজার কোটি টাকা সাশ্রয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। জীবাশ্ম জ্বালানিনির্ভর নতুন কেন্দ্র নির্মাণ বন্ধ, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, জ্বালানির আন্তর্জাতিক মূল্যে সম্ভাব্য স্বস্তি এবং সিস্টেম লস কমানো—এসব পদক্ষেপের কথা জানানো হয়েছে।
বর্তমানে পিডিবি বিভিন্ন কেন্দ্র থেকে বিদ্যুৎ কিনে পাইকারি দামে বিতরণ কোম্পানিগুলোর কাছে বিক্রি করে। বিতরণ কোম্পানিগুলো সেটি খুচরা দামে গ্রাহকদের কাছে বিক্রি করে। কিন্তু উৎপাদন খরচের তুলনায় খুচরা দাম কম হওয়ায় সরকার পিডিবিকে ভর্তুকি দিয়ে থাকে। চলতি বাজেটে বরাদ্দ পাওয়া ৬২ হাজার কোটি টাকার মধ্যে ৪৬ হাজার কোটি টাকা ইতোমধ্যে ছাড় করা হয়েছে।
বকেয়া পরিশোধপ্রাপ্ত কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ভারতের আদানি পাওয়ার, পায়রা বিদ্যুেকন্দ্র, সামিট, ইউনাইটেড, আরপিসিএল, সেমকর্প, অ্যাগ্রেকো ও ডরিন পাওয়ার।
সরকার বিদ্যুৎ উৎপাদন খরচ কমাতে কিছু কেন্দ্রের সঙ্গে পুনরায় দরকষাকষির পরিকল্পনা নিয়েছে। পাশাপাশি আইএমএফের সুপারিশ অনুযায়ী, উৎপাদন খরচের সঙ্গে সমন্বয় রেখে ধাপে ধাপে বিদ্যুতের দাম বাড়ানোর কৌশলও গ্রহণ করা হয়েছে।
ফলে আগামী জুলাই-আগস্ট থেকেই বিদ্যুৎ গ্রাহকদের জন্য বাড়তি দাম কার্যকর হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এতে সীমিত ও নিম্নআয়ের মানুষের ওপর ব্যয়ের চাপ বাড়ার শঙ্কা রয়েছে। বর্তমানে আবাসিক গ্রাহকদের জন্য বিদ্যুতের দাম প্রতি ইউনিট ৪ টাকা ৬৩ পয়সা থেকে শুরু হয়ে সর্বোচ্চ ১৪ টাকা ৬১ পয়সা পর্যন্ত। ক্ষুদ্র ও বৃহৎ শিল্প গ্রাহকদের জন্য নির্ধারিত দাম যথাক্রমে ১০ টাকা ৭৬ পয়সা এবং ১০ টাকা ৭৫ পয়সা।
thebgbd.com/NA