ঢাকা | বঙ্গাব্দ

হেঁটে কক্সবাজার থেকে এভারেস্টচূড়ায় শাকিল

বাংলাদেশি পর্বতারোহী ইকরামুল হাসান শাকিল পায়ে হেঁটে ৮৪ দিনে পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন।
  • নিজস্ব প্রতিবেদক | ১৯ মে, ২০২৫
হেঁটে কক্সবাজার থেকে এভারেস্টচূড়ায় শাকিল ছবি : সংগৃহীত।

বাংলাদেশি পর্বতারোহী ইকরামুল হাসান শাকিল পায়ে হেঁটে ৮৪ দিনে পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন। আজ (১৯ মে) তিনি এভারেস্টের শিখরে পৌঁছান, ফলে তিনি বাংলাদেশের সপ্তম পর্বতারোহী হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন।

ইকরামুল হাসান তার অভিযানটির নাম দিয়েছেন ‘সি টু সামিট’, অর্থাৎ সমুদ্র থেকে শৃঙ্গ পর্যন্ত। গত ২৫ ফেব্রুয়ারি কক্সবাজারের ইনানী সমুদ্রসৈকত থেকে তিনি এই চ্যালেঞ্জ শুরু করেন। দীর্ঘ পথ পাড়ি দিয়ে, চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা, মুন্সিগঞ্জ, ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, পঞ্চগড় হয়ে ৩১ মার্চ তিনি নেপালে পৌঁছান। সেখানে ১ হাজার ৪০০ কিলোমিটার পাড়ি দিয়ে ২৯ এপ্রিল এভারেস্ট বেজক্যাম্পে পৌঁছান।

আজ দুপুর ২টা ১০ মিনিটে তার ফেসবুক পেজে পোস্ট করা একটি স্ট্যাটাসে অভিযানের সমন্বয়কেরা জানান, শাকিল সামিট করেছে এবং সুস্থ অবস্থায় ক্যাম্প-৪-এ ফিরে এসেছে। তবে নেটওয়ার্কের সমস্যা থাকায় বিস্তারিত তথ্য এখনই পাওয়া যাচ্ছে না।

এভারেস্টের চূড়ায় পৌঁছানোর আগে, ইকরামুল হাসান একাধিক রোটেশন সম্পন্ন করেন। ৬ মে ক্যাম্প-৩ পর্যন্ত পৌঁছানোর পর তিনি আবার বেজক্যাম্পে ফিরে আসেন। পরে ১৬ মে তিনি ক্যাম্প-২, ১৭ মে ক্যাম্প-৩ এবং ১৮ মে ক্যাম্প-৪ পৌঁছান। আজ, ১৯ মে, সর্বশেষ ক্যাম্প থেকে চূড়ায় পা রাখেন।

১৯৯০ সালে অস্ট্রেলিয়ার পর্বতারোহী টিম ম্যাকার্টনি-স্নেপ প্রথম ‘সি টু সামিট’ অভিযান শুরু করেন। ভারতের গঙ্গাসাগর থেকে তিনি ৯৬ দিনে ১ হাজার ২০০ কিলোমিটার হাঁটেন এবং মাউন্ট এভারেস্টে পৌঁছান। তার এই অভিযানই অনুপ্রাণিত করেছে বাংলাদেশের ইকরামুল হাসান শাকিলকে, যিনি কক্সবাজার থেকে শুরু করে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে পৌঁছেছেন।

ইকরামুল হাসানের ‘সি টু সামিট’ অভিযানের প্রধান পৃষ্ঠপোষক ছিল ‘প্রাণ’। সহযোগী হিসেবে ছিল জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি), মিস্টার নুডলস, মাকলু-ই-ট্রেডার্স নেপাল এবং সিস্টেমা টুথব্রাশ।

এভারেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ২০১০ সালে মুসা ইব্রাহীম পৌঁছান। এরপর এম এ মুহিত, নিশাত মজুমদার, ওয়াসফিয়া নাজরীন, সজল খালেদ, বাবর আলী এবং অন্যান্যরা পরবর্তী সময়ে এভারেস্ট জয় করেন। ২০১৩ সালে সজল খালেদ এর চূড়া থেকে নেমে আসার সময় মারা যান। দীর্ঘ ১১ বছরের বিরতির পর গত বছর (২০২২) বাবর আলী এবং এবার ইকরামুল হাসান শাকিল এভারেস্ট শিখরে বাংলাদেশের লাল-সবুজ পতাকা উড়ালেন।

ইকরামুল হাসান ভারতের নেহরু ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিং থেকে তার পর্বতারোহণের প্রাথমিক এবং উচ্চতর প্রশিক্ষণ নিয়েছেন। এর আগে তিনি হিমালয়ের ‘কেয়াজো-রি’, ‘দ্রৌপদী কা ডান্ডা-২’, ‘হিমলুং’, ‘ডোলমা খাং’ শৃঙ্গেও সফল অভিযান চালিয়েছেন। ২০২৩ সালে ‘গ্রেট হিমালয়া ট্রেইল’ হেঁটে পাড়ি দিয়ে তিনি আরও আলোচনায় আসেন।

thebgbd.com/NA