ঢাকা | বঙ্গাব্দ

হেগে ফিলিস্তিনপন্থীদের সমাবেশ

অংশগ্রহণকারীরা বিভিন্ন শ্লোগান সম্বলিত,প্ল্যাকার্ড ও ব্যানার বহন করেছেন। তারা মুখেও বিভিন্ন শ্লোগান দিয়েছেন।
  • অনলাইন ডেস্ক | ১৯ মে, ২০২৫
হেগে ফিলিস্তিনপন্থীদের সমাবেশ সমাবেশের ছবি।

গাজায় ইসরাইলের চলমান হত্যা-নৃশংসতার নিন্দা জানাতে নেদারল্যান্ডসে বিশাল সমাবেশ করেছে ফিলিস্তিনপন্থীরা। রোববার হেগে ফিলিস্তিনি জনগণের সমর্থনে হাজার হাজার মানুষ জড়ো হন। হেগ থেকে সিনহুয়া এই খবর জানায়। প্রতিবেদনে বলা হয়েছে, সমাবেশে অংশগ্রহণকারীরা ইসরায়েলের প্রতি ডাচ সরকারের সমর্থনের নিন্দা জানিয়ে বলেছেন, গত মার্চ থেকে গাজায় শত শত মানুষ ক্ষুধায় মারা গেছে।


সমাবেশে অংশগ্রহণকারীরা বিভিন্ন শ্লোগান সম্বলিত,প্ল্যাকার্ড ও ব্যানার বহন করেছেন। তারা মুখেও বিভিন্ন শ্লোগান দিয়েছেন। গাজার মানুষের আর্তনাদ ডাচ সরকারের কানে পৌঁছায় না বলে তারা সমালোচনা করেছেন। বিক্ষোভকারীরা বলেছেন, নেদারল্যান্ডস অর্থ দিচ্ছে, আর তা দিয়ে ইসরায়েল বোমা মারছে, হত্যা করছে।


সূত্র: এএফপি


এসজেড