ঢাকা | বঙ্গাব্দ

পাকিস্তানে কবে ঈদ, যা জানালো জ্যোতির্বিজ্ঞান

  • অনলাইন ডেস্ক | ২১ মে, ২০২৫
পাকিস্তানে কবে ঈদ, যা জানালো জ্যোতির্বিজ্ঞান ফাইল ছবি

পাকিস্তানে জ্যোতির্বিজ্ঞানী ড. ফাহিম হাশমির পূর্বাভাস অনুযায়ী, ২৭ মে জিলহজ মাসের চাঁদ দেখার কোনো সম্ভাবনা নেই, ফলে দেশটিতে ঈদুল আজহা পালিত হবে ৭ জুন।


ড. হাশমি বলেন, ২৭ মে সূর্যাস্তের সময় চাঁদের বয়স হবে মাত্র ১১ ঘণ্টা, যা চাঁদ দেখার জন্য যথেষ্ট নয়। তবে তিনি জানান, ২৮ মে চাঁদের বয়স হবে ৩৫ ঘণ্টার বেশি, ফলে ওই দিন চাঁদ দেখার সম্ভাবনা প্রবল। এর ভিত্তিতে পাকিস্তানে ২৮ মে থেকে জিলহজ মাস গণনা শুরু হবে এবং ১০ জিলহজ, অর্থাৎ ৭ জুন ঈদুল আজহা উদযাপিত হবে।


এদিকে, সংযুক্ত আরব আমিরাতে ঈদুল আজহার সম্ভাব্য দিন ধরা হচ্ছে ৬ জুন। এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, আমিরাতে চাঁদ উদিত হবে ২৭ মে সকাল ৭টা ২ মিনিটে এবং ওই দিন সূর্যাস্তের পর ৩৮ মিনিট পর্যন্ত দৃশ্যমান থাকবে, যার ফলে চাঁদ দেখার সম্ভাবনা সেখানে রয়েছে।


উল্লেখ্য, ঈদুল আজহা মুসলিম বিশ্বে ত্যাগ ও আত্মোৎসর্গের উৎসব হিসেবে পালিত হয়। হযরত ইব্রাহিম (আ.) আল্লাহর আদেশে নিজ পুত্রকে কোরবানি দিতে প্রস্তুত হয়েছিলেন, যার প্রতীকী স্মরণে প্রতি বছর মুসলমানরা পশু কোরবানি করে থাকেন। এই উৎসবের অংশ হিসেবে ঈদের নামাজ, আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাৎ এবং গরিব-দুঃস্থদের মধ্যে কোরবানির মাংস বিতরণ করা হয়।


thebgbd.com/NIT