অনাস্থা ও আন্দোলনের মুখে এবার পদত্যাগ করেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অন্তর্বর্তী উপাচার্য অধ্যাপক ড. মো. হযরত আলী। বৃহস্পতিবার (২২ মে) তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন কুয়েট উপাচার্যের রুটিন দায়িত্ব পালনকারী শিক্ষক সাইন্স অ্যান্ড হিউম্যানিটি ডিসিপ্লিনের ডিন অধ্যাপক ড. আবুল কালাম আজাদ।
আবুল কালাম আজাদ বলেন, কুয়েটের রেজিস্ট্রার প্রকৌশলী মো. আনিসুর রহমান ভূঁইয়া বর্তমান অন্তর্বর্তীকালীন উপচার্যের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।
একই কথা বলেছেন, শিক্ষক সমিতির সাধারণ অধ্যাপক ড. মো. ফারুক হোসেন। তিনি বলেন, রেজিস্ট্রারের পক্ষ থেকে উপাচার্যের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
উল্লেখ্য, অধ্যাপক হযরত আলী মাত্র ১৮ দিন আগে অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। কিন্তু তার দায়িত্ব পালনকালে শিক্ষক সমিতি তার বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করে পদত্যাগের দাবি জানায়।
এর আগে, শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ২৫ এপ্রিল কুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে অব্যাহতি দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়।
thebgbd.com/NA