ঢাকা | বঙ্গাব্দ

বেসরকারি শিক্ষক নিয়োগে নারী কোটা তুলে দিল সরকার

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এন্ট্রি লেভেলে শিক্ষক নিয়োগে আর নারী কোটা থাকবে না—এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার।
  • নিজস্ব প্রতিবেদক | ২২ মে, ২০২৫
বেসরকারি শিক্ষক নিয়োগে নারী কোটা তুলে দিল সরকার ছবি : সংগৃহীত।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এন্ট্রি লেভেলে শিক্ষক নিয়োগে আর নারী কোটা থাকবে না—এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার। ২২ মে বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।


প্রজ্ঞাপনে বলা হয়, বিভিন্ন বেসরকারি স্কুল ও কলেজের শূন্য পদে শিক্ষক নিয়োগে নারী কোটা বাতিল করা হয়েছে। তবে “সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা)” এবং “শরীর চর্চা শিক্ষক” পদের ক্ষেত্রে আগের মতো শিক্ষাগত যোগ্যতা ও শর্ত অপরিবর্তিত থাকবে।


এ সিদ্ধান্তের ফলে এখন থেকে নারী ও পুরুষ প্রার্থীদের জন্য একই নিয়মে নিয়োগ প্রক্রিয়া চলবে। নিয়োগে নারী প্রার্থীদের জন্য আলাদা কোনো সংরক্ষণ বা অগ্রাধিকার থাকবে না।


thebgbd.com/NA