ঢাকা | বঙ্গাব্দ

ইরানে রাষ্ট্রীয় জানাজা সম্পন্ন

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং সরকারের শীর্ষস্থানীয় কর্মকর্তারাও এই জানাজায় অংশ নেন।
  • অনলাইন ডেস্ক | ২৮ জুন, ২০২৫
ইরানে রাষ্ট্রীয় জানাজা সম্পন্ন লাশবহর নিয়ে মিছিল।

ইসরায়েলের সঙ্গে যুদ্ধে শহীদ শীর্ষ সামরিক কর্মকর্তাসহ প্রায় ৬০ জনের জন্য শনিবার রাষ্ট্রীয় জানাজা আয়োজন করেছে ইরান। তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, স্থানীয় সময় সকাল ৮টা থেকে রাজধানী তেহরানে জানাজার আনুষ্ঠানিকতা শুরু হয়। এই উপলক্ষে শনিবার সরকারি অফিস ও অনেক ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়।


রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, ‘শহীদদের সম্মান জানাতে অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।’ টেলিভিশনে দেখা যায়, জনগণ শোকের পোশাক পরে ইরানের পতাকা ও শহীদ সেনা কর্মকর্তাদের ছবি হাতে নিয়ে জানাজায় অংশ নিচ্ছে।


ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং সরকারের শীর্ষস্থানীয় কর্মকর্তারাও এই জানাজায় অংশ নেন। তেহরানের কেন্দ্রস্থলের ইনকিলাব স্কয়ারে শহীদদের কফিন ইরানের পতাকায় মোড়া অবস্থায় রাখা হয়। ছবিতে দেখা যায়, তাদের সবাই সামরিক পোশাকে ছিলেন। তেহরানে শহীদদের সম্মান জানিয়ে শুরু হওয়া এই রাষ্ট্রীয় জানাজা শেষ হবে প্রায় ১১ কিলোমিটার দূরের আজাদি স্কয়ারে।


তেহরানের ইসলামি উন্নয়ন সমন্বয় পরিষদের প্রধান মোহসেন মাহমুদি বলেছেন, এই জানাজার দিন ইসলামি ইরান ও বিপ্লবের জন্য এক ঐতিহাসিক দিন।’ শহীদদের মধ্যে রয়েছেন মোহাম্মদ বাঘেরি, যিনি ইরানের বিপ্লবী গার্ডের মেজর জেনারেল এবং সর্বোচ্চ নেতার পরে সশস্ত্র বাহিনীর দ্বিতীয় সর্বোচ্চ পদে অধিষ্ঠিত ছিলেন। তাকে তার স্ত্রী ও কন্যার পাশে দাফন করা হবে, তার কন্যা স্থানীয় একটি সংবাদমাধ্যমের সাংবাদিক ছিলেন এবং ইসরায়েলি হামলায় নিহত হন।


এছাড়া নিহত পরমাণু বিজ্ঞানী মোহাম্মদ মেহদি তেহরানচিকেও তার স্ত্রীর পাশে দাফন করা হবে। যুদ্ধের প্রথম দিন নিহত বিপ্লবী গার্ডসের প্রধান হোসেইন সালামিকেও শনিবারের জানাজার পর দাফন করা হবে। তার সঙ্গে আরও অন্তত ৩০ জন শীর্ষ কমান্ডারকে সম্মান জানানো হবে। যাদের দাফন করা হবে, তাদের মধ্যে চারজন শিশু।


সূত্র: এএফপি


এসজেড