ঢাকা | বঙ্গাব্দ

ভারতীয় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদীয়া জেলার হালদারপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
  • নিজস্ব প্রতিবেদক | ০৩ জুলাই, ২০২৫
ভারতীয় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত ছবি : সংগৃহীত।

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদীয়া জেলার হালদারপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১২টা ১০ মিনিটে এ ঘটনা ঘটে।


বিএসএফ জানায়, ওই রাতে ৪–৫ জন ব্যক্তি নদী পার হয়ে বাংলাদেশের দিক থেকে ভারতের অভ্যন্তরে প্রবেশ করছিলেন। তাদের থামার নির্দেশ দেওয়া হলেও তারা তা অগ্রাহ্য করে অগ্রসর হতে থাকেন। আত্মরক্ষায় প্রথমে একটি সতর্কতামূলক গুলি ছোড়া হয়। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এক জওয়ান ইনসাস রাইফেল থেকে গুলি চালান। এতে একজন যুবক তলপেটে গুলিবিদ্ধ হন এবং ঘটনাস্থলেই পড়ে যান। বাকিরা পালিয়ে বাংলাদেশ সীমান্তে ফিরে যান।


গুলিবিদ্ধ অবস্থায় ওই যুবককে উদ্ধার করে কৃষ্ণগঞ্জ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি কাটার ও চারটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বিএসএফ।


নিহতের মরদেহ ও উদ্ধারকৃত সামগ্রী কৃষ্ণগঞ্জ থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে। বিএসএফের দাবি, ঘটনাটি আত্মরক্ষামূলক পদক্ষেপের অংশ হিসেবেই ঘটেছে।



thebgbd.com/NA