ঢাকা | বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার

মুন্না কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি এবং রাণীশংকৈল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি উপজেলার মৃত মিজানুর রহমান ও মোছা. ফরিদা রহমানের ছেলে।
  • নিজস্ব প্রতিবেদক | ০৮ জুলাই, ২০২৫
ঠাকুরগাঁওয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার ফাইল ছবি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিস্ফোরক দ্রব্য ও সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় মো. শাহরিয়ার আজম মুন্না (৪৪) নামে এক সাবেক ছাত্রলীগ নেতা ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৭ জুলাই) বিকেলে রাণীশংকৈল উপজেলা পরিষদ গেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


মুন্না কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি এবং রাণীশংকৈল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি উপজেলার মৃত মিজানুর রহমান ও মোছা. ফরিদা রহমানের ছেলে।


রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরশেদুল হক জানান, ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি রাণীশংকৈল থানায় বিস্ফোরক দ্রব্য আইনের ৪ ধারা ও সন্ত্রাসবিরোধী আইনে তার বিরুদ্ধে মামলা হয়। মামলাটিতে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।


তিনি আরও জানান, মঙ্গলবার (৮ জুলাই) শাহরিয়ার আজম মুন্নাকে ঠাকুরগাঁও আদালতে পাঠানো হবে। এ বিষয়ে শাহরিয়ার আজম মুন্নার পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


thebgbd.com/NIT