ঢাকা | বঙ্গাব্দ

এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন আজ থেকে, যেভাবে করবেন

  • নিজস্ব প্রতিবেদক | ১১ জুলাই, ২০২৫
এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন আজ থেকে, যেভাবে করবেন ফাইল ছবি

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশিত হয়েছে। দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬৮.৪৫ শতাংশ। এতে ফেল করেছে মোট ৬ লাখ ৬৬০ শিক্ষার্থী, যার মধ্যে ৩ লাখ ২৪ হাজার ৭১৬ জন ছাত্র এবং ২ লাখ ৭৫ হাজার ৯৪৪ জন ছাত্রী।


এই ফলাফলে অসন্তুষ্ট শিক্ষার্থীরা আজ শুক্রবার থেকে ১৭ জুলাই পর্যন্ত ফল পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারবে। আবেদন করা যাবে শুধুমাত্র টেলিটক নম্বর ব্যবহার করে।


আবেদন করতে মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে লিখতে হবে:


RSC <স্পেস> বোর্ডের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> বিষয় কোড

এবং তা পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।


একাধিক বিষয়ের জন্য আবেদন করতে চাইলে বিষয় কোডগুলো কমা দিয়ে লিখতে হবে।


প্রতি পত্রের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা।


উল্লেখ্য, গত ১০ এপ্রিল শুরু হওয়া এই পরীক্ষার লিখিত অংশ শেষ হয় ১৩ মে, আর ব্যবহারিক পরীক্ষা চলে ১৫ থেকে ২২ মে পর্যন্ত। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে ১৯ লাখ ২৮ হাজার ১৮১ শিক্ষার্থী পরীক্ষার জন্য নিবন্ধন করেছিল।


https://thebgbd.com/BYB