ঢাকা | বঙ্গাব্দ

এটা ‘শতাব্দীর দুর্যোগ’

ট্রাম্প বলেন, ‘এটা খুবই ভয়াবহ। এমন কিছু আগে কখনও দেখিনি। অনেক হারিকেন, অনেক টর্নেডো দেখেছি, কিন্তু এমন কিছু নয়।’
  • অনলাইন ডেস্ক | ১২ জুলাই, ২০২৫
এটা ‘শতাব্দীর দুর্যোগ’ টেক্সাসে ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, টেক্সাসের ভয়াবহ বন্যায় যে ধ্বংসযজ্ঞ তিনি প্রত্যক্ষ করেছেন, তা তার জীবনে দেখা ‘সবচেয়ে ভয়ানক অভিজ্ঞতা’। এটিকে তিনি ‘শতাব্দীর দুর্যোগ’ বলে অভিহিত করেছেন। গত সপ্তাহে ভয়াবহ ফ্ল্যাশ ফ্লাড বা আকস্মিক বন্যায় রাজ্যটিতে কমপক্ষে ১২০ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ডজনখানেক শিশু রয়েছে।


কারভিল থেকে এএফপি জানায়, যুক্তরাষ্ট্র  ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প দুর্গত পরিবারের সদস্য, উদ্ধারকর্মী ও স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করতে শুক্রবার সেন্ট্রাল টেক্সাসের ‘হিল কান্ট্রি’ এলাকায় পৌঁছান। অতিবৃষ্টির ফলে ফুলে-ফেঁপে ওঠা গুয়াডালুপে নদী এখানকার বহু ঘরবাড়ি, শিবির, গাড়ি ও মানুষ ভাসিয়ে নিয়ে যায়।


কারভিল শহরের এক গোলটেবিল বৈঠকে ট্রাম্প বলেন, ‘এটা খুবই ভয়াবহ। এমন কিছু আগে কখনও দেখিনি। অনেক হারিকেন, অনেক টর্নেডো দেখেছি, কিন্তু এমন কিছু নয়। এটা খুবই খারাপ।’ সঙ্গে থাকা সাংবাদিকদের প্রশ্নে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে ট্রাম্প বলেন, এখন উচিত হচ্ছে উদ্ধারকর্মী ও স্বেচ্ছাসেবীদের প্রতি সংহতি প্রকাশ করা।


কালো ব্যানারে ‘টেক্সাস স্ট্রং’ লেখা একটি টেবিলে বসে প্রেসিডেন্ট বলেন, ‘এই ঘটনায় গোটা দেশের হৃদয় ভেঙে গেছে। আমি প্রেসিডেন্ট হিসেবে এখানে থাকতে চেয়েছি। ফার্স্ট লেডিও এখানে আসতে চেয়েছেন।’ বন্যার পানি কীভাবে হঠাৎ আছড়ে পড়ে তা বোঝাতে গিয়ে ট্রাম্প বলেন, ‘এটা যেন প্রশান্ত মহাসাগরের একটা বিশাল ঢেউ, যেটা সার্ফিংয়ের দুনিয়ার সবচেয়ে সাহসী মানুষকেও ভীত-সন্ত্রস্ত করত।’


এর আগে ট্রাম্প দমকল বিভাগ, কোস্টগার্ড ও উদ্ধারকারী দলের সদস্যদের সঙ্গে দেখা করেন এবং গভর্নর গ্রেগ অ্যাবটের কাছ থেকে ব্রিফিং নেন। ঘটনাস্থলের পাশেই গুয়াডালুপে নদী, যেখানে পড়ে থাকা গাছ ও উল্টে যাওয়া ট্রেইলার ছিল ভয়াবহ বন্যার চিহ্নস্বরূপ। বন্যায় এখনও ১৭০ জনের বেশি নিখোঁজ রয়েছেন, যাদের মধ্যে গ্রীষ্মকালীন শিবিরে যাওয়া পাঁচজন কিশোরীও রয়েছে। উদ্ধারপর্বের অষ্টম দিনে এখনও কোনও জীবিত ব্যক্তিকে খুঁজে পাওয়া যায়নি। এতে করে মৃত্যুর সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।


প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘এটা ‘শতাব্দীর দুর্যোগ’। কেউই এমনটা আশা করেনি।’ তবে বন্যায় ফেডারেল এজেন্সিগুলোতে তার করা বাজেট কাটছাঁটের প্রভাব নিয়ে ওঠা প্রশ্ন তিনি এড়িয়ে যান। হোমল্যান্ড সিকিউরিটি প্রধান ক্রিস্টি নোয়েম, যিনি ট্রাম্পের সঙ্গে ছিলেন, বলেন উদ্ধারপ্রক্রিয়া ছিল ‘দ্রুত ও কার্যকর’। তবে প্রশ্ন উঠেছে- গুয়াডালুপে নদী তীরবর্তী অঞ্চলগুলোতে জরুরি সর্তকতা পাঠাতে বিলম্ব হয়েছিল কেন? কিছু ক্ষেত্রে কয়েক ঘণ্টার দেরি হয় বলে অভিযোগ রয়েছে।


বৃহস্পতিবার এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, তিনি বন্যা সতর্কতা ব্যবস্থা চালুর পক্ষে। তিনি বলেন, ‘এমন ঘটনায় ভবিষ্যতে কোনো বিপুল পরিমাণ পানি এলেই যেন সিস্টেম থেকে অ্যালার্ম বেজে ওঠে- এমন কিছু করা প্রয়োজন।’


এই ভয়াবহ বন্যা সাম্প্রতিক সময়ের যুক্তরাষ্ট্রের অন্যতম প্রাণঘাতী দুর্যোগ, যা ফেমা নামে পরিচিত ফেডারেল দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বিলুপ্ত করার ট্রাম্পের পরিকল্পনা নিয়ে বিতর্ক আবার জাগিয়ে তুলেছে। ট্রাম্প গত সপ্তাহে বিপর্যয় ঘোষণা স্বাক্ষর করার পর ফেমা তাদের কার্যক্রম শুরু করে। তবে ফেমার ভবিষ্যৎ নিয়ে প্রেসিডেন্ট কিছু বলেননি। বুধবার এক সরকারি পর্যালোচনা সভায় ক্রিস্টি নোয়েম বলেন, ‘ফেমাকে তার বর্তমান রূপে বিলুপ্ত করা উচিত।’


সূত্র: এএফপি

 

এসজেড