ঢাকা | বঙ্গাব্দ

সেই খতিব ভালো আছেন, স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে যা বললেন আসামি

  • নিজস্ব প্রতিবেদক | ১৩ জুলাই, ২০২৫
সেই খতিব ভালো আছেন, স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে যা বললেন আসামি ফাইল ছবি

চাঁদপুর শহরের প্রফেসর পাড়ার মোল্লা বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা আ. ন. ম. নূর রহমান মাদানী (৬০)–এর ওপর নৃশংস হামলার ঘটনায় গ্রেপ্তারকৃত আসামি বিল্লাল হোসেন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। শনিবার (১২ জুলাই) বিকেল ৩টায় তাকে চাঁদপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহাদাতুল হাসান আল মুরাদের আদালতে হাজির করা হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


আসামি বিল্লাল হোসেন (৫০) চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মনোহরখাদি গ্রামের বাসিন্দা এবং শহরের বকুলতলায় বসবাস করেন। তিনি একজন ক্ষুদ্র ব্যবসায়ী।


ঘটনাটি ঘটে শুক্রবার (১১ জুলাই) জুমার নামাজের পর। নামাজ শেষে মসজিদের ভেতরে মহানবী হজরত মুহাম্মদ (সা.)–কে ‘অপমান করেছেন’— এমন অভিযোগ তুলে দেশীয় অস্ত্র চাপাতি দিয়ে খতিব মাওলানা মাদানীর ওপর হামলা চালান বিল্লাল। এতে খতিব গুরুতর আহত হন, মাথায় মারাত্মক জখম হয়। স্থানীয় মুসল্লিরা সঙ্গে সঙ্গে হামলাকারীকে ধরে পুলিশের হাতে তুলে দেন।


প্রথমে আহত মাওলানা মাদানীকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার হলি কেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছেন তার বড় ছেলে আফনান তাকি। তিনি বলেন, "আমার বাবার ওপর যেভাবে বর্বর হামলা চালানো হয়েছে, তার সুষ্ঠু বিচার চাই।"


হামলার ঘটনায় ওই রাতেই আফনান তাকি বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় বিল্লালের বিরুদ্ধে মামলা করেন। মামলায় হামলাকে পূর্বপরিকল্পিত বলা হয়। মামলার তদন্ত কর্মকর্তা এসআই নাজমুল হোসেন জানিয়েছেন, তদন্তের প্রয়োজনে আসামির রিমান্ড চাওয়া হতে পারে।


বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল কাদের খান বলেন, "এটি নিছক একক হামলা নয়, বরং একটি পরিকল্পিত ঘটনা। বিল্লাল আদালতে দোষ স্বীকার করলেও, আমরা মনে করি এর সঙ্গে আরও কেউ জড়িত থাকতে পারে। সে কারণে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।"


এদিকে হামলার ঘটনার প্রতিবাদে শনিবার চাঁদপুর শহরের বিভিন্ন ইসলামিক সংগঠন মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। তবে হামলার শিকার খতিব মারা গেছেন— এমন গুজব ছড়িয়ে পড়লেও পুলিশ ও তার পরিবার বিষয়টি অস্বীকার করেছে। তারা জানিয়েছে, তিনি চিকিৎসাধীন ও আগের চেয়ে ভালো আছেন।


thebgbd.com/NIT