ঢাকা | বঙ্গাব্দ

রুশ হামলায় ইউক্রেনে নিহত ৩

ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের সঙ্গে শান্তি চুক্তিতে পৌঁছানোর জন্য মস্কোকে ৫০ দিন সময় দেওয়ার পর রাশিয়া এ হামলা চালিয়েছে।
  • অনলাইন ডেস্ক | ১৬ জুলাই, ২০২৫
রুশ হামলায় ইউক্রেনে নিহত ৩ হামলার পর তোলা ছবি।

রাশিয়া মঙ্গলবার বিকেলে পূর্ব ইউক্রেনে সম্মিলিত হামলা চালিয়েছে। রাশিয়ার এই হামলায় তিন ব্যক্তি নিহত এবং কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের সঙ্গে শান্তি চুক্তিতে পৌঁছানোর জন্য মস্কোকে ৫০ দিন সময় দেওয়ার পর রাশিয়া এ হামলা চালিয়েছে। কিয়েভ  থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।


ওয়াশিংটনের মধ্যস্থতায় যুদ্ধবিরতি আলোচনা স্থগিত হওয়ার পর রাশিয়া গ্রীষ্মকালীন আক্রমণাত্মক অভিযান জোরদার করেছে। দেশটি যৌথ ড্রোন, কামান এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে পূর্ব ইউক্রেনে আরো ভূমি দখলের দাবি করেছে। খারকিভ অঞ্চলের প্রসিকিউটর কার্যালয় সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে, রাশিয়ার হামলায় ৬৭ বছর এবং ৬৯ বছর বয়সী দুইজন নিহত এবং দুইজন আহত হয়েছে। 


এদিকে, সুমি আঞ্চলিক কর্তৃপক্ষ জানিয়েছে, ‘ভলিকোপিসারিভস্কা শহরতলীতে রাশিয়া হামলা চালিয়েছে। হামলায় ৫০ বছর বয়সী একজন স্থানীয় বাসিন্দা নিহত হয়েছেন’। রাশিয়ান বাহিনী দোনেৎস্ক অঞ্চলের আরো দুটি গ্রাম দখল করার দাবি করেছে। 


সূত্র: এএফপি


এসজেড