রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর ভোরোনেজে ইউক্রেনের ড্রোন হামলায় ১৬ জন আহত হয়েছেন বলে জানা গেছে। স্থানীয় কর্মকর্তারা মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা রাতভর ইউক্রেনের ৫৫টি ড্রোন ভূপাতিত করেছে। মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে মস্কো রেকর্ড সংখ্যক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেনে। ইউক্রেনের শহরগুলোতে রাশিয়ার হামলা চালানোর প্রতিশোধ হিসেবে ইউক্রেনও রাশিয়ার ভূখণ্ডে ড্রোন হামলা জোরদার করেছে। ফলে এই হামলায় কয়েক ডজন বেসামরিক লোক নিহত হয়েছে বলে জানা গেছে।
ভোরোনেজের গভর্নর আলেকজান্ডার গুসেভ সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে বলেছেন, ইউক্রেনের রাতের হামলায় ১৬ জন আহত হয়েছেন। আহত ১৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এর আগে জানিয়েছে, তারা রাতভর ৫৫টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে, যার বেশিরভাগই পশ্চিম বেলগোরোড অঞ্চল এবং ইউক্রেনের সীমান্তবর্তী ভোরোনেজে অবস্থিত।
সূত্র: এএফপি
এসজেড