ঢাকা | বঙ্গাব্দ

ফের আলোচনায় খালেদা জিয়ার ‘নাম বদলের’ ঘোষণা, পিনাকীর পোস্টে বিতর্ক তুঙ্গে

  • নিজস্ব প্রতিবেদক | ১৬ জুলাই, ২০২৫
ফের আলোচনায় খালেদা জিয়ার ‘নাম বদলের’ ঘোষণা, পিনাকীর পোস্টে বিতর্ক তুঙ্গে ফাইল ছবি

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর নিষিদ্ধ ছাত্রলীগের হামলার পর দেশের রাজনীতি নতুন মোড় নিচ্ছে। এনসিপির গাড়িবহরে হামলা, রণক্ষেত্রসম পরিস্থিতি এবং ২২ ঘণ্টার কারফিউর প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া।

বুধবার (১৬ জুলাই) বিকেলে এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট ও লেখক পিনাকী ভট্টাচার্য তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ফটোকার্ড শেয়ার করে বলেন, “এখনই সময় আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সেই ঐতিহাসিক ঘোষণা বাস্তবায়নের।”

শেয়ার করা ফটোকার্ডটিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছবি দিয়ে লেখা ছিল: “গোপালগঞ্জের নামই বদলে দেব।”


২০১৩ সালের ২৯ ডিসেম্বর “গণতন্ত্রের অভিযাত্রা” শীর্ষক বিএনপির কর্মসূচিতে যোগ দিতে গিয়ে গুলশানের বাসা থেকে বের হতে পারেননি খালেদা জিয়া। পুলিশের বাধায় ব্যর্থ হয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেছিলেন, “গোপালগঞ্জের নামই থাকবে না। গোপালগঞ্জের নামই বদলে যাবে।”

তিনি তৎকালীন সরকারকে “ফ্যাসিস্ট” আখ্যা দিয়ে বলেন, “যারা এসব করছেন, তাদের ওপর আল্লাহর গজব পড়বে।”

এদিনের বক্তব্যে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২০১৩ সালের শাপলা চত্বর হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ করেও সরব হয়েছিলেন।

এক দশক পর গোপালগঞ্জেই আবারও একটি বিরোধী রাজনৈতিক দলের শান্তিপূর্ণ সমাবেশে রক্তক্ষয়ী হামলা হয়েছে। এতে খালেদা জিয়ার সেই বক্তব্য সামাজিক মাধ্যমে নতুন করে ছড়িয়ে পড়েছে। অনেকেই সেই পুরনো ভিডিও বা বক্তব্য পোস্ট করে গোপালগঞ্জের নাম বদলের দাবিও তুলেছেন।


thebgbd.com/NIT