ঢাকা | বঙ্গাব্দ

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে জামায়াতের সারা দেশে বিক্ষোভ

  • নিজস্ব প্রতিবেদক | ১৬ জুলাই, ২০২৫
গোপালগঞ্জে হামলার প্রতিবাদে জামায়াতের সারা দেশে বিক্ষোভ ফাইল ছবি

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা, অগ্নিসংযোগ ও সহিংসতার প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার (১৭ জুলাই) সারা দেশের জেলা ও মহানগর পর্যায়ে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালন করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (১৬ জুলাই) দলের পক্ষ থেকে এক বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

বিবৃতিতে তিনি বলেন, “নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসীরা গোপালগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে নৃশংস হামলা চালিয়েছে। তারা গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ এমনকি পুলিশ সুপারের কার্যালয়েও হামলা চালিয়েছে।”

তিনি আরও জানান, হামলায় বহু নেতাকর্মী ও সাধারণ মানুষ আহত হয়েছেন। এমন পরিস্থিতিতে দেশবাসীকে শান্তিপূর্ণভাবে রাস্তায় নামার আহ্বান জানিয়ে গোলাম পরওয়ার বলেন, “সন্ত্রাস ও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতেই আমাদের এই কর্মসূচি।”

তিনি হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনারও জোর দাবি জানান।


thebgbd.com/NIT