গোপালগঞ্জে ১৬ জুলাই সংঘটিত হামলাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের নেতাদের (নাহিদ, সার্জিস, হাসনাত, জারা) হত্যার হীন চেষ্টা বলে মন্তব্য করেছেন শহীদ তাজউদ্দীন আহমদের ছেলে ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ।
বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি এই মন্তব্য করেন।
সোহেল তাজ লেখেন, “আমি আশ্চর্য হবো না যদি ডেভিল রানী নিজেই এর নির্দেশ দিয়ে থাকেন। আত্মউপলব্ধি, আত্মসমালোচনা তো দূরের কথা—হত্যা, গুম, খুন, গণহত্যা, নির্যাতন, গণতন্ত্র ধ্বংস, দুর্নীতি ও বিদেশে অর্থপাচারের মাধ্যমে দেশকে শেষ করে পালিয়ে গিয়েও এখন দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে।”
তিনি আরও লিখেন, “গোপালগঞ্জে যা হয়েছে, তার পুনরাবৃত্তি যেন সারা দেশে হয়—এমন সন্ত্রাসী কায়দায় কর্মকাণ্ড চালানোর নির্দেশ দেওয়া হচ্ছে।”
সোহেল তাজের এই স্ট্যাটাসে স্পষ্টতই ক্ষমতাসীনদের প্রতি তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ পেয়েছে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে।
thebgbd.com/NIT