ঢাকা | বঙ্গাব্দ

কামিন্স ঝলকে লড়াইয়ের পুঁজি হায়দরাবাদের

পুরো আসর জমিয়ে তুললেও কোয়ালিফায়ারের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে হতাশ করলেন ট্রাভিস হেড এবং অভিষেক শর্মারা।
  • | ২১ মে, ২০২৪
কামিন্স ঝলকে লড়াইয়ের পুঁজি হায়দরাবাদের সংগৃহীত

পুরো আসর জমিয়ে তুললেও কোয়ালিফায়ারের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে হতাশ করলেন ট্রাভিস হেড এবং অভিষেক শর্মারা। মিচেল স্টার্ক-বরুণ চক্রবর্তীদের বোলিং তোপে রাহুল ত্রিপাতি ছাড়া বাকিরা খুব একটা শুবিধা করতে পারেনি। তবে শেষদিকের ঝলকে দলকে লড়াইয়ের পুঁজি এনে দিলেন সানরাইজার্স হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিন্স।


অবশ্য ফাইনাল নিশ্চিতের মিশনে লক্ষ্যটা খুব একটা কঠিন নয় কলকাতা নাইট রাইডার্সের।


নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আজ মঙ্গলবার (২১ মে) চলমান আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে টস হেরে ব্যাট করতে নামে হায়দরাবাদ। ১৯.৩ ওভারে সব কটি উইকেট হারিয়ে অরেঞ্জ আর্মিদের সংগ্রহ ১৫৯ রান। রাহুল ত্রিপাতি ৫৫ ও কামিন্স ৩০ রান করেছেন।

কলকাতার হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক।