যুদ্ধবিধ্বস্ত গাজায় জিম্মিদের ভাগ্য নিয়ে ক্ষোভের সৃষ্টি হওয়ার পর রোববার জাতিসংঘ নিরাপত্তা পরিষদ একটি জরুরি অধিবেশন ডাকবে বলে জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত। বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধবিধ্বস্ত গাজায় দুর্ভিক্ষ দেখা দিচ্ছে।
নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তর থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের হাতে আটক দুই জিম্মির ভিডিও প্রকাশের পর ক্ষোভের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এই ঘোষণা পোস্ট করেছেন। ড্যানন বলেন, নিরাপত্তা পরিষদ ‘আগামী মঙ্গলবার গাজায় জিম্মিদের ভয়াবহ পরিস্থিতির ওপর একটি বিশেষ জরুরি অধিবেশন আহ্বান করবে।’ ভিডিওগুলোতে গাজার ভয়াবহ মানবিক পরিস্থিতির উল্লেখ রয়েছে। জাতিসংঘের নির্দেশিত বিশেষজ্ঞরা ‘যুদ্ধবিধ্বস্ত গাজায় দুর্ভিক্ষ দেখা দিচ্ছে’ বলে সতর্ক করেছেন।
ইসরায়েল গাজায় সাহায্য প্রবেশে কঠোরভাবে নিষেধাজ্ঞা আরোপ করেছে। অন্যদিকে জাতিসংঘের সংস্থা, মানবাধিকার সংস্থা এবং বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল যা প্রবেশের অনুমতি দেয় তার বেশিরভাগই লুট করা হয় অথবা বিশৃঙ্খল পরিস্থিতিতে অন্যত্র সরিয়ে নেওয়া হয়। নিয়ন্ত্রিত চ্যানেলের মাধ্যমে বিতরণ করা ত্রাণের জন্য অনেক ফিলিস্তিনি তাদের জীবনের ঝুঁকি নিতে বাধ্য হচ্ছে।
রোববার সকালে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জিম্মিদের কাছে খাবার পৌঁছে দেওয়ার জন্য আন্তর্জাতিক রেড ক্রস কমিটির সাহায্যের অনুরোধ করেন। জবাবে, হামাসের সশস্ত্র শাখা বলেছে, তারা সংস্থাটিকে জিম্মিদের কাছে প্রবেশাধিকার দেওয়ার অনুমতি দেবে, তবে কেবল তখনই যদি ‘গাজা উপত্যকার সমস্ত এলাকায়’ খাদ্য ও সাহায্যের জন্য ‘মানবিক করিডোর’ খোলা হয়।
আল-কাসসাম ব্রিগেড জানিয়েছে, তারা জিম্মিদের ‘ইচ্ছাকৃতভাবে অনাহারে রাখেনি, তবে গাজায় ‘অনাহার ও অবরোধের অপরাধের মধ্যে’ তারা কোনও বিশেষ খাদ্য সুবিধা পাবে না। সম্প্রতি হামাস এবং তার মিত্র ইসলামিক জিহাদ তিনটি ভিডিও প্রকাশ করেছে। ৭ অক্টোবর, ২০২৩ সালে ইসরাইলের ওপর হামলার সময় আটক দুই জিম্মিকে দেখানো হয়েছে। ভিডিওতে রম ব্রাস্লাভস্কি এবং এভিয়াটার ডেভিডকে দেখা গেছে। দুজনকেই দুর্বল এবং অপুষ্টিতে ভুগছেন বলে মনে হচ্ছে।
সূত্র: এএফপি
এসজেড