শুরু হয়েছে ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ অনুষ্ঠান। আজ মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের নিয়ে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আসেন।
জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। এরপর জুলাই গণ-অভ্যুত্থানে নিহতের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। এখন প্রদর্শিত হচ্ছে জুলাই অভ্যুত্থানে আহত-নিহতের নিয়ে তৈরি প্রামাণ্যচিত্র।
জানা গেছে, কিছুক্ষণের মধ্যেই জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা।
thebgbd.com/NIT