ঢাকা | বঙ্গাব্দ

২০২৭ বিশ্বকাপে থাকছেন না রোহিত-কোহলি?

আগামী বছর জানুয়ারি থেকে জুলাইয়ের মধ্যে আরও ছয়টি ওয়ানডে খেলার সুযোগ পাবেন তারা। তবে, প্রশ্ন উঠছে–এই ম্যাচগুলো কি তাদের মোটিভেশন বজায় রাখা ও বিশ্বকাপ খেলার মতো ফিট রাখতে পর্যাপ্ত হবে?
  • নিজস্ব প্রতিবেদক | ০৬ আগস্ট, ২০২৫
২০২৭ বিশ্বকাপে থাকছেন না রোহিত-কোহলি? ২০২৭ বিশ্বকাপে জায়গা পাকা নয় রোহিত শর্মা-বিরাট কোহলির।

রোহিত শর্মা, বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিনের মতো দলের মূল স্তম্ভদের হারিয়ে ইংল্যান্ড সফরে গিয়েছিল ভারত। ট্রাঞ্জিশন পিরিয়ডে থাকা দলটাই শুভমান গিলের অধিনায়কত্বে ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ ড্রয়ের কীর্তি গড়েছে। এমন অপ্রত্যাশিত ফলাফলের পর ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) আগামী ওয়ানডে বিশ্বকাপ চক্রের জন্য পরিকল্পনা শুরু করেছে। আর এর অংশ হিসেবে দুই কিংবদন্তি রোহিত শর্মা ও বিরাট কোহলির ভবিষ্যৎ নিয়েও সিদ্ধান্ত আসতে পারে।


গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত চ্যাম্পিয়ন হওয়ার পরই সংক্ষিপ্ত এই সংস্করণ থেকে অবসর নেন অধিনায়ক রোহিত শর্মা ও সাবেক অধিনায়ক বিরাট কোহলি। চলতি বছর টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন এই দুই কিংবদন্তি। তবে, ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা না দেয়ায় ধারণা করা হচ্ছে, তারা এই ২০২৭ এর বিশ্বকাপ পর্যন্ত খেলা চালিয়ে যাবেন।



তবে, তাদের বয়স, সাফল্যক্ষুধা এবং ম্যাচ প্রাকটিসের ঘাটতির মতো বিষয়গুলোই নির্ধারণ করে দেবে আর কতোদিন খেলা চালিয়ে যেতে পারবেন তারা। সংবাদসংস্থা পিটিআই'র খবর অনুযায়ী, আফ্রিকায় ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে এখনও দুই বছর বাকি এবং বিসিসিআই এই সময়টায় তরুণ খেলোয়াড়ের সুযোগ দেয়ার কথা ভাবছে, যেন ২০১১ সালের পর ফের বিশ্বকাপ জেতার জন্য শক্তিশালী দল গঠন করা যায়।



রোহিত শর্মার বয়স এখন ৩৮ বছর, বিরাট কোহলির ৩৬। চলতি বছরের মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে তারা শেষবার ওয়ানডে খেলেছেন। আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে ফের মাঠে ফিরবেন তারা, এরপর নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে সিরিজও আছে।


আগামী বছর জানুয়ারি থেকে জুলাইয়ের মধ্যে আরও ছয়টি ওয়ানডে খেলার সুযোগ পাবেন তারা। তবে, প্রশ্ন উঠছে–এই ম্যাচগুলো কি তাদের মোটিভেশন বজায় রাখা ও বিশ্বকাপ খেলার মতো ফিট রাখতে পর্যাপ্ত হবে?


বিসিসিআইয়ের ভাবনা নিয়ে একটি সূত্র পিটিআইকে জানিয়েছে, 'হ্যাঁ, এ নিয়ে আলোচনা হবে শীঘ্রই। এখনও আমাদের হাতে ২০২৭ বিশ্বকাপের আগে দুই বছরের বেশি সময় রয়েছে। তখন কোহলি ও রোহিতের বয়স হবে প্রায় ৪০। তাই আমাদের একটি স্পষ্ট পরিকল্পনা থাকতে হবে, কারণ আমাদের শেষ বিশ্বকাপ জয় ছিল ২০১১ সালে। পাশাপাশি এখনই কিছু তরুণকে যাচাই করে নেওয়া দরকার।'


তবে, এই দুই সুপারস্টারকে জোর করে বাদ দেয়ার পরিকল্পনা নেই বিসিসিআইয়ের। তারা টি-টোয়েন্টি থেকে বিদায় নিয়েছেন বিশ্বকাপ জেতার গৌরব সঙ্গী করে। আর টেস্ট থেকে বিদায় নিয়েছেন একান্তভাবে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।


সূত্রটি বলছে, 'দেখুন, কোহলি ও রোহিত দুজনেই সাদা বলের ক্রিকেটে বিশাল অবদান রেখেছেন দলের জন্য এবং ক্রিকেট বিশ্বের জন্য। তারা প্রায় সবকিছুই অর্জন করে ফেলেছেন। তাই তাদের বাধ্য করার প্রশ্নই আসে না। তবে বিশ্বকাপের আগের ওয়ানডে চক্র শুরুর আগে তাদের সঙ্গে পেশাদার এবং খোলামেলা আলোচনা হবে – তারা মানসিক ও শারীরিকভাবে কোথায় দাঁড়িয়ে আছেন তা বুঝে নেওয়ার জন্য। সবকিছুই নির্ভর করছে সেটার ওপর।'


আগেই বলা হয়েছে, রোহিত ও কোহলি সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০২৫ সালের মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে। এরপর তারা শুধু আইপিএলে খেলেছেন। যেহেতু তারা এখন শুধুমাত্র একটি ফরম্যাটে খেলেন, সেহেতু তাদের ম্যাচ খেলার সুযোগও কমে যাচ্ছে।


এই পরিস্থিতিতে কি তাদের ঘরোয়া ক্রিকেটে দেখা যেতে পারে? বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী, কোনও চুক্তিবদ্ধ খেলোয়াড় আন্তর্জাতিক ম্যাচ না খেললে তাকে ঘরোয়া দলের জন্য উপলব্ধ থাকতে হবে।


তবে, লক্ষণীয় বিষয় হলো, ভারতের ঘরোয়া সাদা বলের প্রতিযোগিতা শুরু হয় নভেম্বর থেকে, প্রথমে সৈয়দ মুশতাক আলি ট্রফি (টি-টোয়েন্টি), এরপর ডিসেম্বরে বিজয় হাজারে ট্রফি (ওয়ানডে)।


সুতরাং, আগামী মাসগুলোতে রোহিত ও কোহলির ভবিষ্যৎ নির্ধারণে অনেক প্রশ্নের উত্তর মিলবে — তারা কী চান, টিম ম্যানেজমেন্ট কী ভাবে, আর ভারতের ভবিষ্যতের জন্য সঠিক ভারসাম্যটাই বা কী হবে।


thebgbd.com/NIT