ঢাকা | বঙ্গাব্দ

‘গুরুত্বপূর্ণ’ আলোচনার অপেক্ষায় ক্রেমলিন

পুতিন সাংবাদিকদের বলেন, ‘এমন একটি দীর্ঘস্থায়ী ও স্থিতিশীল শান্তি চাই যা রাশিয়া ও ইউক্রেন উভয়ের নিরাপত্তা নিশ্চিত করবে।’
  • অনলাইন ডেস্ক | ০৬ আগস্ট, ২০২৫
‘গুরুত্বপূর্ণ’ আলোচনার অপেক্ষায় ক্রেমলিন স্টিভ উইটকফ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি ইউক্রেনের সঙ্গে শান্তি চুক্তির দিকে অগ্রগতি না দেখে মস্কোর ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেন, তার আগে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে এই সপ্তাহে অনুষ্ঠেয় ‘গুরুত্বপূর্ণ’ আলোচনার অপেক্ষায় রয়েছে ক্রেমলিন। মস্কো থেকে এএফপি এখবর জানায়।


ট্রাম্প রোববার নিশ্চিত করেছেন, বিশেষ দূত স্টিভ উইটকফ সম্ভবত ‘বুধবার অথবা বৃহস্পতিবার’ রাশিয়া সফর করবেন, এবং সেখানে তিনি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে। ট্রাম্প নির্ধারিত এক সময়সীমা- আগামী সপ্তাহের শেষ নাগাদ রাশিয়াকে ইউক্রেন যুদ্ধ অবসানের লক্ষ্যে পদক্ষেপ নিতে হবে, না হলে নতুন অনির্দিষ্ট নিষেধাজ্ঞার মুখে পড়বে। রিপাবলিকান নেতা ট্রাম্প বলেন, ‘আমার মনে হয়, উইটকফ আগামী সপ্তাহে, বুধবার অথবা বৃহস্পতিবার রাশিয়া সফরে যাবেন।’


রুশ প্রেসিডেন্ট পুতিন ইতোমধ্যেই মস্কোতে একাধিকবার উইটকফের সঙ্গে সাক্ষাৎ করেছেন, ট্রাম্পের সঙ্গে সম্পর্ক মেরামতের প্রচেষ্টা শুরু হওয়ার আগে। ক্রেমলিন বলেছে, পুতিনের সঙ্গে আরেকটি বৈঠক সম্ভব এবং তারা উইটকফের সঙ্গে আলোচনা ‘গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ ও সহায়ক’ হিসেবে বিবেচনা করছে।


ওয়াশিংটনের চাপ সত্ত্বেও, রাশিয়া তার পশ্চিমপন্থী প্রতিবেশী ইউক্রেনের বিরুদ্ধে আক্রমণ অব্যাহত রেখেছে। পুতিন, যিনি বারবার যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করেছেন, শুক্রবার বলেন যে তিনি শান্তি চান, তবে ইউক্রেন আক্রমণ বন্ধের শর্তগুলো ‘অপরিবর্তিত’ রয়েছে।


পুতিন সাংবাদিকদের বলেন, ‘আমরা এমন একটি দীর্ঘস্থায়ী ও স্থিতিশীল শান্তি চাই যা রাশিয়া ও ইউক্রেন উভয়ের নিরাপত্তা নিশ্চিত করবে।’ তবে তিনি আরও বলেন, ‘রাশিয়ার পক্ষ থেকে যে শর্তগুলো রয়েছে, সেগুলো অবশ্যই একই থাকবে।’ রাশিয়া প্রায়শই ইউক্রেনের চারটি অঞ্চল, যেগুলো মস্কো নিজেদের অন্তর্ভুক্ত করেছে বলে দাবি করে, সেগুলোর ওপর নিয়ন্ত্রণ ছাড়ার আহ্বান জানায়। তবে কিয়েভ এই দাবি অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করেছে। পুতিন আরও চান, ইউক্রেন যেন ন্যাটোতে যোগদানের আকাঙ্ক্ষা ত্যাগ করে।


প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদ শুরু করার সময় ট্রাম্প আশা প্রকাশ করেন, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার ইউক্রেন আক্রমণ শুরুর পর থেকে চলতে থাকা যুদ্ধটি শিগগিরই শেষ হবে। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে তিনি পুতিনের ওপর ক্রমবর্ধমান ক্ষোভ প্রকাশ করেছেন—কারণ মস্কো এখনো তার অনবরত সামরিক আক্রমণ অব্যাহত রেখেছে।


সূত্র: এএফপি


এসজেড