ক্রেমলিন সোমবার জানিয়েছে, তারা এই সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূতের সঙ্গে ‘গুরুত্বপূর্ণ’ আলোচনার অপেক্ষায় রয়েছে। ট্রাম্প রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের জন্য যে সময়সীমা বেঁধে দিয়েছেন, তার আগে এই আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে। যদি রাশিয়া ইউক্রেনের সঙ্গে শান্তিচুক্তির পথে অগ্রসর না হয়, তাহলে আগামী শুক্রবার এই নিষেধাজ্ঞা কার্যকর হতে পারে।
মস্কো থেকে এএফপি জানায়, ট্রাম্প এক দিন আগে নিশ্চিত করেছেন, তার বিশেষ দূত স্টিভ উইটকফ বুধবার বা বৃহস্পতিবারের মধ্যে রাশিয়া সফর করবেন এবং সেখানেই রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। ওয়াশিংটনের চাপ সত্ত্বেও রাশিয়া তাদের প্রো-ওয়েস্টার্ন প্রতিবেশী ইউক্রেনের বিরুদ্ধে আগ্রাসন চালিয়ে যাচ্ছে। ইস্তানবুলে অনুষ্ঠিত তিন দফা শান্তি আলোচনায় তেমন অগ্রগতি হয়নি।
রাশিয়া চায় ইউক্রেন যাতে আরও এলাকা ছেড়ে দেয় এবং পশ্চিমা দেশের সমর্থন ত্যাগ করে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গত সপ্তাহে তার মিত্রদের প্রতি মস্কোর ‘শাসন ব্যবস্থায় পরিবর্তন’ ঘটানোর আহ্বান জানান। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সোমবার বলেছেন, তারা উইটকফের সঙ্গে আলোচনাকে গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ এবং সহায়ক বলে মনে করেন এবং সংঘাতের অবসান ঘটাতে মার্কিন প্রচেষ্টাকে মূল্যবান বলে মনে করেন।
ক্রেমলিনের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক পুনর্গঠনের চেষ্টা ভেস্তে যাওয়ার আগে পুতিন মস্কোয় উইটকফের সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন। সাংবাদিকরা যখন ট্রাম্পকে জিজ্ঞাসা করলেন, উইটকফ মস্কোতে কী বার্তা নিয়ে যাবেন এবং রাশিয়া নিষেধাজ্ঞা এড়াতে কিছু করতে পারবে কিনা, তখন ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, একটা সমঝোতায় পৌঁছাতে হবে, যেখানে মানুষ মারা যাওয়া বন্ধ হবে।’
সূত্র: এএফপি
এসজেড