ঢাকা | বঙ্গাব্দ

সামাজিক মাধ্যমে ভিডিও ভাইরাল, দেশীয় অস্ত্র ও ককটেলসহ গ্রেপ্তার ৪

সেনা অভিযানে রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকা থেকে দেশীয় অস্ত্র ও ককটেলসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
  • নিজস্ব প্রতিবেদক | ০৭ আগস্ট, ২০২৫
সামাজিক মাধ্যমে ভিডিও ভাইরাল, দেশীয় অস্ত্র ও ককটেলসহ গ্রেপ্তার ৪ ছবি : সংগৃহীত।

সেনা অভিযানে রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকা থেকে দেশীয় অস্ত্র ও ককটেলসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন মো. নয়ন (২০), মো. হৃদয় (২৬), মো. মেহেদী হাসান (২১) ও মো. আল-আমিন (২১)।


বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোররাত ৪টার দিকে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একটি চৌকস দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, কিছুদিন আগে কয়েকজন সন্ত্রাসীকে দেশীয় অস্ত্রহাতে শোডাউন ও এক ব্যক্তিকে কুপিয়ে আহত করতে দেখা যায়। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর নয়নের গ্যাং শনাক্ত করা হয়।


এই কর্মকর্তা আরও বলেন, নয়নের গতিবিধি প্রযুক্তির সহায়তায় নজরদারিতে রাখা হয়। ভোররাতে তার সুনির্দিষ্ট অবস্থান নিশ্চিত হওয়ার পর অভিযান চালিয়ে প্রথমে নয়নকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী বাকিদেরও গ্রেপ্তার করা হয়। অভিযানে নয়ন ও তার সহযোগীদের আস্তানা থেকে দুটি ককটেল, সামুরাই তলোয়ার, চাপাতি ও বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।


তিনি জানান, আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে সকালে গ্রেপ্তারকৃতদের মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছেন, তারা এলাকায় প্রভাব বিস্তার, ভয়ভীতি প্রদর্শন, চাঁদাবাজিসহ সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতো।


thebgbd.com/NA