ঢাকা | বঙ্গাব্দ

ঢাবি পরিস্থিতি নিয়ে যা বললেন আসিফ মাহমুদ

  • নিজস্ব প্রতিবেদক | ১০ আগস্ট, ২০২৫
ঢাবি পরিস্থিতি নিয়ে যা বললেন আসিফ মাহমুদ ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে ছাত্র রাজনীতি বন্ধ নিয়ে যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেছেন, ‘ছাত্র সংগঠনগুলো নিজেরা বসে একটা সিদ্ধান্তে উপনীত হতে পারলে বিষয়টি এই পর্যায়ে আসতো না। পাঁচ আগস্টের পর সব জায়গায় সংস্কার হচ্ছে। সে কারণে ছাত্র রাজনীতি নিয়ে সংগঠনগুলোর একটি নতুন রূপরেখায় একমত হওয়া দরকার ছিলো।’


শনিবার (৯ আগস্ট) বিকেলে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে একটি প্রীতি ক্রিকেট ম্যাচে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।


ছাত্র রাজনীতি কীভাবে চলবে অথবা চলবে না সে বিষয়ে তিনি বলেন, ‘একসঙ্গে বসে নিজেদের মধ্যে বোঝাপড়া ঠিক করতে হতো। সেটি করা গেলে নিজেদের মধ্যে মুখোমুখি যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটি হতো না।’  


উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘ছাত্র সংগঠনগুলোর আরেকটু ম্যাচিওর হওয়ার সুযোগ ছিল। ছাত্র সংগঠনগুলোর একসঙ্গে বসে, শিক্ষার্থী বান্ধব রূপরেখা তৈরি করে আগামীতে ছাত্র রাজনীতি কীভাবে চলবে তার বোঝাপড়া হতে পারে।’


অবশ্য উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে রাজনীতি বন্ধ করার যে সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিয়েছে সে বিষয়ে কোনো মন্তব্য করেননি।


যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এই উপদেষ্টা আরও বলেন, ‘বিসিবির একটি দল রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম সংস্কারের জন্য পরিদর্শন করে গেছেন। দ্রুতই সংস্কার শুরু হবে। সংস্কার শেষে রাজশাহী স্টেডিয়ামে এবারের বিপিএলের কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হবে।’


এ সময় স্টেডিয়ামে উপস্থিত ছিলেন: রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদসহ জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা ও রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার কর্মকর্তা ও কর্মচারীরা।


এর আগের রাজশাহী জেলা ক্রিকেট দলের খেলোয়ারদের মধ্যে একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।


thebgbd.com/NIT