ঢাকা | বঙ্গাব্দ

মোবাইল ফোনে ডেকে নিয়ে যুবলীগ কর্মীকে গলা কেটে হত্যা

বাড়ি থেকে বের হয়ে একশ' গজ দূরে গেলেই তাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়। চিৎকার শুনে লোকজন বেরিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
  • নিজস্ব প্রতিবেদক | ১৩ আগস্ট, ২০২৫
মোবাইল ফোনে ডেকে নিয়ে যুবলীগ কর্মীকে গলা কেটে হত্যা ফাইল ছবি

যশোরের সদরে মোবাইল ফোনে ডেকে নিয়ে রেজাউল ইসলাম নামে এক যুবলীগ কর্মীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১২ আগস্ট) রাত ১২টার দিকে সদরের কাশিমপুর ইউনিয়নের দৌলতদিহি গ্রামে এ ঘটনা ঘটে।


নিহত রেজাউল ইসলাম ওই গ্রামের গোলাম তরফদারের ছেলে।


নিহতের স্ত্রী শিউলি বেগম জানান, রাতের খাবার খেয়ে বাড়ির ছাদে বসেছিলেন তিনি (রেজাউল ইসলাম)। রাত ১২টার পরে তাকে কে বা কারা ফোন করে ডেকে নিয়ে যায়। বাড়ি থেকে বের হয়ে একশ' গজ দূরে গেলেই তাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়। চিৎকার শুনে লোকজন বেরিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।


স্বজনরা জানান, গ্রামের লোকজনের সঙ্গে পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। এই হত্যাকাণ্ডের পর থেকে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।


এ তথ্য নিশ্চিত করেছেন যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত।


তিনি জানান, নিহত রেজাউল ইসলাম যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তার নামে একাধিক মামলা রয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান ওসি আবুল হাসনাত।


thebgbd.com/NIT