লেস্টার সিটি দুবার এগিয়ে গিয়েছিল; একবার হামজা চৌধুরী, আরেকবার হ্যারি উইনকসের গোলে। কিন্তু হাডার্সফিল্ডের বিপক্ষে শেষ পর্যন্ত জিতে মাঠ ছাড়তে পারল না তারা। দুবার পিছিয়ে পড়েও সমতায় ফেরা হাডার্সফিল্ড কারাবো কাপের প্রথম রাউন্ডের ম্যাচটি জিতেছে টাইব্রেকারে।
লেস্টার সিটি টাইব্রেকারে হেরেছে ৩-২ গোলে। জর্ডান আয়ু, বিলাল খানুস ও ক্যাসি ম্যাকঅ্যাতির মিসে হাডার্সফিল্ড জয় পায় শেষ শট নেওয়ার আগে। লেস্টার এই হারে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল।
জন স্মিথ স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। ৫৪ মিনিটে প্রথম যে গোলটি হয়, সেটি আসে হামজার পা থেকে। হামজাই ডি বক্সের বাইরে থেকে বলটি বাড়িয়ে দিয়েছিলেন সতীর্থের উদ্দেশে। কিন্তু তারা আক্রমণটা ঠিকঠাক সাজাতে পারেননি, বল চলে আসে বক্সের বা-কোণায় উঠে আসা হামজার কাছে। বল নিয়ন্ত্রণে নিয়েই ৪–৫ জনের মাথার ওপর দিয়ে গোল করেন বাংলাদেশি ফুটবলার।
১১ মিনিটের মাথায় ব্যবধান সমান করে স্বাগতিক দল। ৩ মিনিট পর লেস্টার আবার এগিয়ে যায়। হ্যারি উইনকস তিনজনের ফাঁক গলে হাডার্সফিল্ডের গোলরক্ষককে পরাস্ত করেন। লেস্টারের পক্ষে ব্যবধান হয় ২-১। এই লিড তারা ধরে রাখতে পারে মাত্র ৮ মিনিট। বাঁপ্রান্ত থেকে আক্রমণে উঠে পোস্টের দূরের কোণা দিয়ে জালভেদ করেন হাডার্সফিল্ডের ক্যামেরন এশিয়া।
লেস্টার এরপর টাইব্রেকারে হারে। পরের রাউন্ডে উঠা হাডার্সফিল্ড প্রতিপক্ষ হিসেবে পেয়েছে স্যান্ডারল্যান্ডকে। স্যান্ডারল্যান্ডের মাঠে আগামী ২৫ আগস্ট দ্বিতীয় রাউন্ডের ওই ম্যাচটি অনুষ্ঠিত হবে।
thebgbd.com/NIT