ঢাকা | বঙ্গাব্দ

রাশিয়ায় জাতীয় উদ্যান রক্ষার লড়াই

রাশিয়ায় ভিন্নমতাবলম্বীদের কণ্ঠস্বর প্রায় সম্পূর্ণরূপে নিস্তব্ধ হয়ে যাওয়ায় দেশটিতে পরিবেশগত সক্রিয়তা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
  • অনলাইন ডেস্ক | ১৪ আগস্ট, ২০২৫
রাশিয়ায় জাতীয় উদ্যান রক্ষার লড়াই লোসিনি অস্ট্রোভ (এলক দ্বীপ) পার্ক।

ইরিনা কুরিসেভা নামে এক পরিবেশবাদী রাশিয়ার রাজধানী মস্কোর কাছে একটি জাতীয় উদ্যানের মধ্য দিয়ে নির্মিত একটি রাস্তার নির্মাণ কাজ পরীক্ষা করার উদ্যোগ নিয়েছেন। মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, এর আগে রাস্তাটি নির্মাণের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য পরিবেশবাদীদের জরিমানা করা হয়। 


৬২ বছর বয়সী ইরিনা কুরিসেভা এএফপিকে লোসিনি অস্ট্রোভ (এলক দ্বীপ) পার্কে বলেন, ‘আমরা কেবল পরিবেশ ও প্রকৃতিকে রক্ষা করতে চাই।’ তিনি জানান, সেখানে ১২৯ বর্গকিলোমিটার আয়তনের একটি প্রকৃতি সংরক্ষণাগার ও শত শত প্রজাতির বন্যপ্রাণী রয়েছে আর এদের মধ্যে বিপন্ন প্রজাতির পাখিও রয়েছে।


রাশিয়ায় ভিন্নমতাবলম্বীদের কণ্ঠস্বর প্রায় সম্পূর্ণরূপে নিস্তব্ধ হয়ে যাওয়ায় দেশটিতে পরিবেশগত সক্রিয়তা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। নাম প্রকাশ না করার শর্তে একজন পরিবেশবাদী বলেছেন, ‘কর্তৃপক্ষ সম্পূর্ণ উদাসীন হয়ে পড়েছে এবং দূষণকারী ও সম্পত্তি বিকাশকারী (প্রপার্টি ডেভেলপার)-দের পক্ষে আইন ‘শিথিল’ করা হয়েছে।


ডেভেলপাররা মস্কোর উপকণ্ঠে নতুন নতুন বাড়ি নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন এবং রাজধানীতে আসা বাসিন্দারা ঘন্টার পর ঘণ্টা যানজটে আটকে আছেন। এর ফলে সমস্যাটি বিশেষভাবে প্রকট হয়ে উঠেছে। ২ লাখ জনসংখ্যা অধ্যুষিত শহর করোলিওভের কর্তৃপক্ষ জাতীয় উদ্যানের মধ্য দিয়ে একটি মহাসড়ক তৈরির সিদ্ধান্ত নিয়েছে, যা যানজট কমাতে এবং নতুন আবাসন উন্নয়নের সুযোগ করে দিতে পারে।


জুলাই মাসে, কুরিসেভা ও আরও পাঁচ পরিবেশবাদী জঙ্গলে অ্যাসফল্ট ছড়িয়ে থাকা যন্ত্রপাতি আটকে দেয়। পুলিশ তাদের গ্রেপ্তার ও জরিমানা করে। স্থানীয় বাসিন্দা কুরিসেভা বলেন, আমাদের এমন কঠোরভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল, যেন আমরা কাউকে হত্যা করেছি।


রাশিয়ান আইন অনুযায়ী জাতীয় উদ্যানে নির্মাণ নিষিদ্ধ। কিন্তু স্থানীয় কর্তৃপক্ষ এই যুক্তি দিয়ে এটি এড়িয়ে যায়, প্রকল্পটিতে বিদ্যমান রাস্তার ‘মেরামত’ অন্তর্ভুক্ত। ২৫ বছরেরও বেশি অভিজ্ঞতা সম্পন্ন পরিবেশ প্রতিরক্ষা আইনজীবী দিমিত্রি ট্রুনিন বলেন, এই যুক্তি ‘মিথ্যাচার ও জালিয়াতি।’ তিনি আরও বলেন, ‘সেখানে কখনও কোনও রাস্তা ছিল না।’ তিনি ব্যাখ্যা করে বলেন, বন বিভাগের রেঞ্জাররা কেবল একটি কাঁচা রাস্তা ব্যবহার করতেন, যা পরে কেবল বনের মধ্য দিয়ে যাওয়ার পথে পরিণত হয়। কুরিসেভা বলেন, এটিকে রাস্তায় পরিণত করার চেষ্টার অংশ হিসেবে এখানে ‘অ্যাসফল্ট পাউডার’ ছড়ানো হয়।


আঞ্চলিক পরিবহন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ৫ দশমিক ৪ মিলিয়ন ইউরো ব্যয়ে ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে মহাসড়কটি সম্পন্ন হওয়ার কথা। কুরিসেভার সঙ্গে বিক্ষোভে অংশ নেওয়া ৩৬ বছর বয়সী প্রকৌশলী মিখাইল রোগভ বলেন, বিচারক আদালতে আসামিদের উদ্দেশ্যে ‘হাসিমুখে’ কথা বলেন। বিচারক বলেন, ‘আপনারা যদি কোনও সমস্যা না চান, তাহলে এই কাগজপত্রে স্বাক্ষর করুন। আপনাদের জরিমানা পরিশোধ করুন। তারপরই আপনারা মুক্ত।’ রোগভ বিচারককে উদ্ধৃত করে একথা জানান।


বিচারক মারিয়া লোকোতিনোভা ইউক্রেনে রাশিয়ার আক্রমণের সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনটি পোস্ট দেওয়ায় ২০২৩ সালে আরেক পরিবেশ কর্মী আলেকজান্ডার বাখতিনকে ছয় বছরের কারাদণ্ড দেন। মহাসড়কের বিরোধী কর্মীরা তাদের দাবির পক্ষে সাহায্য করার জন্য প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে আবেদন করেছেন। 


২০১০ সালে পুতিন জাতীয় উদ্যান পরিদর্শন করেন এবং একটি বোতল দিয়ে একটি বাচ্চা এলককে খাওয়ান। তিনি সাংবাদিকদের বলেন, প্রকৃতি ‘ঈশ্বরের উপহার’, তা অবশ্যই ‘সুরক্ষিত’ রাখতে হবে। জুন মাসে, মস্কোর প্রেসিডেন্ট প্রশাসন ভবনের বাইরে প্রায় এক হাজার মানুষ তাদের অভিযোগ জমা দেওয়ার জন্য সারিবদ্ধভাবে দাঁড়ায়। কিন্তু ২০২৫ সালে ক্রেমলিনের সুর একেবারেই আলাদা।


এএফপি’র পক্ষ থেকে এই প্রকল্প সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জুলাই মাসে বলেন, ‘এটি আঞ্চলিক কর্তৃপক্ষের বিষয়। এতে প্রেসিডেন্টকে জড়াবেন না।’ তিনি আরও বলেন, পরিবেশ সুরক্ষা উন্নয়ন ও নাগরিকদের জীবনের আরামের পথে বাধা হওয়া উচিত নয়।


সূত্র: এএফপি


এসজেড