ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ফিলিস্তিনের গাজা উপত্যকায় নতুন আক্রমণের পরিকল্পনা অনুমোদিত হয়েছে। অন্যদিকে গাজা সিটিতে আক্রমণের নিন্দা জানিয়ে এটাকে আগ্রাসন আখ্যায়িত করেছে হামাস। জেরুজালেম থেকে এএফপি জানায়, ২২ মাস ধরে চলা সংঘাতে গাজায় ভয়াবহ মানবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এরকম পরিস্থিতিতে ইসরাইলি সিকিউরিটি কেবিনেট ফিলিস্তিনি ভূখণ্ডের বৃহত্তম শহর দখলের আহ্বান জানানোর কয়েক দিন পরই আক্রমণের জন্য পরিকল্পনা অনুমোদিত হলো।
ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, সশস্ত্র বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির গাজা উপত্যকায় আইডিএফের আক্রমণ পরিকল্পনার মূল কাঠামো অনুমোদন করেছেন। নতুনভাবে আক্রমণের জন্য গাজা সিটিতে কখন ইসরায়েলি সৈন্য প্রবেশ করবে, সে ব্যাপারে সুনির্দিষ্ট সময়সূচি প্রকাশ করেনি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সরকার। যদিও সেখানে পূর্ববর্তী আক্রমণের কারণে হাজার হাজার মানুষ মানবেতর জীবন পার করছে।
গাজায় হামাসের সরকারি মিডিয়া অফিসের মহাপরিচালক ইসমাইল আল-থাওয়াবতা এএফপিকে বলেন, ইসরায়েলি দখলদার বাহিনী গাজা সিটিতে আক্রমণাত্মক অনুপ্রবেশ অব্যাহত রেখেছে। তিনি আরও বলেন, এভাবে আক্রমণের ফলে বিপজ্জনকভাবে অস্থিরতা বৃদ্ধি পায়। বল প্রয়োগের মাধ্যমে, পোড়ামাটি নীতিতে এবং বেসামরিক স্থাপনা সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়ার মাধ্যমে নতুন বাস্তবতা চাপিয়ে দেওয়া হচ্ছে।
সূত্র: এএফপি
এসজেড