ঢাকা | বঙ্গাব্দ

পুতিনের সঙ্গে বৈঠক ব্যর্থ হওয়ার আশঙ্কা ২৫ শতাংশ: ট্রাম্প

  • অনলাইন ডেস্ক | ১৫ আগস্ট, ২০২৫
পুতিনের সঙ্গে বৈঠক ব্যর্থ হওয়ার আশঙ্কা ২৫ শতাংশ: ট্রাম্প ফাইল ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনুমান করে বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর আসন্ন বৈঠকের ব্যর্থ হওয়ার আশঙ্কা ২৫ শতাংশ। বৃহস্পতিবার ফক্স নিউজ রেডিও-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি তিনি এ আশঙ্কা করেন। 


পুতিনের সঙ্গে ট্রাম্পের বৈঠকটি শুক্রবার (১৫ আগস্ট) আলাস্কার অ্যাঙ্কোরেজে অবস্থিত জয়েন্ট বেস এলমেনডর্ফ-রিচার্ডসনে অনুষ্ঠিত হবে। বৈঠকে মূলত ইউক্রেন সংকটের সমাধানের উপায় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।


ট্রাম্প বলেন, ‘এই বৈঠকটি দ্বিতীয় একটি বৈঠকের পথ প্রশস্ত করবে, তবে এই বৈঠক ব্যর্থ হওয়ার সম্ভাবনা ২৫ শতাংশ।’


ট্রাম্প জানান, তিনি আশা করছেন, এই আলোচনা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও পুতিনের মধ্যে একটি পরবর্তী বৈঠকের সুযোগ তৈরি করবে। সেই দ্বিতীয় বৈঠকটি চরম গুরুত্বপূর্ণ হবে, কারণ এটি একটি শান্তি চুক্তির ভিত্তি হতে পারে, যাতে ভূখণ্ড বিনিময়ের বিষয়ও থাকতে পারে।


এই সপ্তাহের শুরুতে ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, ইউক্রেন সংকটের কোনো সম্ভাব্য সমাধানে ভূখণ্ড বিনিময় থাকতে পারে।


ওয়াশিংটনে গত সোমবার একটি প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, ‘কিছু ভূমি বিনিময় হবে।’


মস্কো আগে জানিয়েছিল, মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের মাধ্যমে ওয়াশিংটনের পক্ষ থেকে একটি ‘গ্রহণযোগ্য প্রস্তাব’ তারা পেয়েছে। উইটকফ গত সপ্তাহে পুতিনের সঙ্গে বৈঠক করেছিলেন।


ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বৃহস্পতিবার জানান, উইটকফের সফর ‘উৎপাদনশীল’ ছিল এবং আলাস্কা সম্মেলনের ভিত্তি তৈরি করেছে।


পুতিন বলেন, ইউক্রেনে শত্রুতার অবসান ঘটাতে ট্রাম্প প্রশাসন অত্যন্ত সক্রিয় এবং আন্তরিক প্রচেষ্টা চালাচ্ছে। আমাদের সঙ্গে ইউরোপে এবং পুরো বিশ্বে দীর্ঘমেয়াদী শান্তির পরিস্থিতি তৈরি করতেও ওয়াশিংটন কাজ করছে।


সূত্র: আরটি


thebgbd.com/NIT