চিত্রনায়ক জায়েদ খান নিউ ইয়র্কে থাকেন। গেল বছর আগস্টের আগে একটি শোয়ের জন্য উড়াল দিয়েছিলেন তিনি। কিন্তু ৫ আগস্ট পরবর্তী সময়ে নিরাপত্তা না থাকার কারণে দেশে আসছেন না এই অভিনেতা। সেখান থেকে গোটা যুক্তরাষ্ট্রে বিভিন্ন শো করে বেড়াচ্ছেন এই অভিনেতা।
সম্প্রতি দেশটির মিশিগানে আয়োজন করা হয় একটি শো। সেখানে শুরু থেকে শেষ পর্যন্ত জেমসের সঙ্গে ছিলেন জায়েদ খান। সেই অভিজ্ঞতা শেয়ার করেছেন জায়েদ খান।
সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, আপনার (জেমস) সঙ্গে আড্ডা দিতে গিয়ে সময় যে কখন চলে যায় টেরই পাই না। আপনার আদর, স্নেহ, শাসন আমাকে গভীরভাবে আবেগপ্রবণ করে তোলে। আল্লাহ আপনাকে সুস্থ রাখুক ভালো রাখুক এই দোয়া সবসময়।
জায়েদ খানকে যে জেমস ভীষণ পছন্দ করেছেন সে কথা আয়োজক শুভ কামালের কথাতেও স্পষ্ট। জায়েদ খান হাফ প্যান্ট ও গেঞ্জি কোথা থেকে কিনেছেন- মজা করে এ প্রশ্নও করেছেন জেমস।
শুভ কামাল ফেসবুকে লিখেছেন, জায়েদ খান ভাই থাকলে যেকোন আড্ডা জমতে বাধ্য। গুরুও (জেমস) কিন্তু জায়েদ খানকে পছন্দ করেন। জায়েদ খান হাফ প্যান্ট আর গেঞ্জি কোথা থেকে কিনেছেন জিজ্ঞেস করে মজা নিলেন জেমস ভাই। তারা চুটিয়ে আড্ডা দিয়েছেন। জায়েদ খান পরে আমাকে বললেন- দেখেছেন গুরু আমাকে যেমন আদর করেন, আর কোনও শিল্পী পাবেন না যার সাথে গুরু এমন আপনভাবে কথা বলেন।
মিশিগানের এই শো জেমস যেমন উপভোগ করেছেন তেমনি উপভোগ করেছেন স্থানীয় বাঙালিরাও। এই আয়োজনে অংশ নিয়েছিলেন নন্দিত সংগীতশিল্পী রিজিয়া পারভিন ও ঢাকাই সিনেমার নায়িকা প্রার্থনা ফারদিন দীঘি।
thebgbd.com/NA