ঢাকা | বঙ্গাব্দ

ফারুকীর বিষয়ে ফেসবুক পোস্টে যে অনুরোধ করলেন তিশা

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী গতকাল শনিবার কক্সবাজারে মন্ত্রণালয়ের একটি ওয়ার্কশপে উপস্থিত থাকাকালীন সময়ে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন।
  • নিজস্ব প্রতিবেদক | ১৭ আগস্ট, ২০২৫
ফারুকীর বিষয়ে ফেসবুক পোস্টে যে অনুরোধ করলেন তিশা ছবি : সংগৃহীত।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী গতকাল শনিবার কক্সবাজারে মন্ত্রণালয়ের একটি ওয়ার্কশপে উপস্থিত থাকাকালীন সময়ে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে আসা হয়েছে। তিনি বর্তমানে হসপিটালে চিকিৎসাধীন। 


এদিকে, স্বামী মোস্তফা সরয়ার ফারুকীর বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অনুরোধ করেছেন নুসরাত ইমরোজ তিশা।


আজ রোববার (১৭ আগস্ট) দুপুরে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া পোস্টে তিশা বলেন, আপনাদের প্রতি অনুরোধ, নির্ভরযোগ্য সূত্র ব্যতীত আপনারা অন্য কোনো তথ্য দেখে বিভ্রান্ত হবেন না।


তিনি ওই পোস্টে আরও বলেন, আজ বেলা ৩টার সময় হসপিটালে বোর্ড মিটিং বসবে। এই বোর্ড মিটিংয়ের পরে জানানো সম্ভব হবে যে চিকিৎসার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত কী হবে।


thebgbd.com/NA