ঢাকা | বঙ্গাব্দ

জয় বাংলা ম্যারাথনে’ দৌড়ালেন ৩৫০০ প্রতিযোগী

ব্যাপক সমারোহে রাজধানীর হাতিরঝিলে হয়ে গেল ‘জয় বাংলা ম্যারাথন-২০২৪’ হাফ ম্যারাথন প্রতিযোগিতা।
  • | ০৭ জুন, ২০২৪
জয় বাংলা ম্যারাথনে’ দৌড়ালেন ৩৫০০ প্রতিযোগী জয় বাংলা ম্যারাথনে অংশ নেন তিন হাজার ৫০০ দৌড়বিদ

ব্যাপক সমারোহে রাজধানীর হাতিরঝিলে হয়ে গেল ‘জয় বাংলা ম্যারাথন-২০২৪’ হাফ ম্যারাথন প্রতিযোগিতা। বাংলাদেশ পুলিশ অ্যাথলেটিকস ও সাইক্লিং ক্লাবের উদ্যোগে এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় তিন হাজার ৫০০ দৌড়বিদ অংশ নেন।


আজ শুক্রবার (৭ জুন) ভোর ৫টায় শুরু হয় এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। যা শেষ হয় সকাল ৯টায়। ৩ ঘণ্টা ৪০ মিনিটে ২২ কিলোমিটার পথ পাড়ি দেন অংশগ্রহণকারীরা। 


প্রধান অতিথি হিসেবে ম্যারাথন উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।


পুলিশ জানায়, ম্যারাথনে অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে রাত ৩টা থেকেই হাতিরঝিলে ৬৫০ জন পুলিশ সদস্যকে আইনশৃঙ্খলা ও ট্র্যাফিক ব্যবস্থাপনায় মোতায়েন করা হয়।


প্রতিযোগিতাটি ড্রোন ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করা হয়। স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয় এক্সপ্লুসিভ রিকভারি অ্যান্ড বোম্ব ডিসপোজাল ইউনিট, ক্রাইম সিন টিম, ডগ স্কোয়াড এবং সোয়াট টিম।