ঢাকা | বঙ্গাব্দ

জনসভা-বক্তব্য ছেড়ে ফ্রেঞ্চ ফ্রাই বানাচ্ছেন ট্রাম্প।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন আর বেশি দূরে নয়। নির্বাচনের আগে দুই প্রধান প্রার্থী, ডোনাল্ড ট্রাম্প এবং কমলা হ্যারিস, ব্যস্ত প্রচারের কাজে।
  • | ২১ অক্টোবর, ২০২৪
জনসভা-বক্তব্য ছেড়ে ফ্রেঞ্চ ফ্রাই বানাচ্ছেন ট্রাম্প। রেঞ্চ ফ্রাই তৈরি করেছেন ডোনাল্ড ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন আর বেশি দূরে নয়। নির্বাচনের আগে দুই প্রধান প্রার্থী, ডোনাল্ড ট্রাম্প এবং কমলা হ্যারিস, ব্যস্ত প্রচারের কাজে। গোটা বিশ্ব অপেক্ষায় রয়েছে, শেষ পর্যন্ত কে জয়ী হবেন। তবে ফলাফল যাই হোক না কেন, নির্বাচনী লড়াইয়ের প্রচারে কমলা হ্যারিসকে পিছনে ফেলতে কোনো রকম সুযোগই হাতছাড়া করছেন না ডোনাল্ড ট্রাম্প।


সম্প্রতি এক ব্যতিক্রমী দৃশ্য দেখা গেল,  ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করছেন ডোনাল্ড ট্রাম্প! পেনসিলভানিয়ার একটি ম্যাকডোনাল্ডস-এ রোববার ট্রাম্প ফ্রেঞ্চ ফ্রাই বানাচ্ছেন, হলুদ অ্যাপ্রন পরে সাধারণ গ্রাহকদের খাবারের প্যাকেট বিতরণ করছেন, এমনকি রান্নাঘরের অন্যান্য কর্মীদের কাছ থেকে কাজও শিখছেন। ট্রাম্প একটি ভিডিওতে হাসতে হাসতে বলেন, "আমি সারাদিন এই কাজ করতে পারি। এই ধরনের কাজ আমাকে আনন্দ দেয়। এটা আমি সবসময় করতে চেয়েছিলাম"।


কমলা হ্যারিস প্রায়ই তার 'মধ্যবিত্ত' জীবনের কথা প্রচারে উল্লেখ করেন এবং বলেন, তিনি জীবনের প্রথম দিকে ম্যাকডোনাল্ডস-এ কাজ করেছেন। ট্রাম্প অবশ্য এই দাবি মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন। কমলা কখনও ম্যাকডোনাল্ডস-এ কাজ করেননি বলে দাবি করেন তিনি। এবার ট্রাম্প নিজে কিছুক্ষণের জন্য ম্যাকডোনাল্ডস-এ কাজ করে কমলাকে খোঁচা দিয়ে বলেন, "আমি কমলার থেকে ১৫ মিনিট বেশি কাজ করেছি"!


সম্প্রতি ৬০ বছরে পা দিয়েছেন কমলা হ্যারিস। ট্রাম্প তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন এবং মজার ছলে বলেছেন, তিনি হয়তো ফুল পাঠাবেন। তবে ম্যাকডোনাল্ডস নিয়ে কমলাকে ব্যঙ্গ করতে ভোলেননি ট্রাম্প। তার স্পষ্ট বক্তব্য, "কমলা তার জীবনবৃত্তান্তে লিখেছে যে সে ম্যাকডোনাল্ডস-এ কাজ করেছে, অথচ সে ফ্রাই বানাতেই পারে না। আমি নিজে দেখেছি, কতটা কঠিন কাজ এটি। ও সম্পূর্ণ মিথ্যা বলছে"।


আসন্ন নির্বাচনে নিজের জয়ের ব্যাপারে আশাবাদী ট্রাম্প। তাঁর মতে, তাঁর উপস্থিতি জনগণকে নতুন আশার আলো দেখাচ্ছে, এবং পরিবর্তন অবশ্যম্ভাবী।