ঢাকা | বঙ্গাব্দ

ফুটবল ইশ্বরের জন্মদিন আজ

ডিয়েগো ম্যারাডোনা — ফুটবল বিশ্বের এক কিংবদন্তি নাম।
  • | ৩০ অক্টোবর, ২০২৪
ফুটবল ইশ্বরের জন্মদিন আজ ডিয়েগো ম্যারাডোনা

ডিয়েগো ম্যারাডোনা — ফুটবল বিশ্বের এক কিংবদন্তি নাম।তাকে বলা হয় "ফুটবল ঈশ্বর", কারণ তিনি তার অসাধারণ প্রতিভা, আকর্ষণীয় খেলার কৌশল এবং জীবনের নানা রকম চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে ফুটবলকে এমন এক উচ্চতায় নিয়ে গেছেন যা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।


জন্ম ও শৈশব


ডিয়েগো আর্মান্দো ম্যারাডোনা জন্মগ্রহণ করেন ১৯৬০ সালের ৩০ অক্টোবর, আর্জেন্টিনার লানুসে। দরিদ্র পরিবারে জন্ম নেয়া ম্যারাডোনা বেড়ে উঠেছিলেন ভিয়া ফিওরিতো এলাকায়। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি তার গভীর আকর্ষণ ছিল এবং আট বছর বয়সে তিনি "লস সেবোলিতাস" নামে স্থানীয় এক ক্লাবের মাধ্যমে ফুটবলে হাতেখড়ি নেন। মাত্র দশ বছর বয়সেই তিনি এতটাই প্রতিভাবান ছিলেন যে তার খেলায় দর্শকদের আগ্রহ ধরে রাখা সম্ভব হতো।


ক্যারিয়ারের শুরু



মাত্র ১৫ বছর বয়সে ১৯৭৬ সালে আর্জেন্টিনার ক্লাব "আর্জেন্টিনোস জুনিয়র্স" এর হয়ে পেশাদার ফুটবল শুরু করেন। এখানেই তার খেলার আকর্ষণীয় কৌশল আর দক্ষতা দর্শকদের নজর কাড়ে। দুই বছরের মধ্যেই তিনি আর্জেন্টিনা জাতীয় দলে সুযোগ পান, এবং খুব দ্রুত ফুটবল বিশ্বে তার নাম ছড়িয়ে পড়ে।



"হ্যান্ড অফ গড" এবং "গোল অফ দ্য সেঞ্চুরি"



ম্যারাডোনার ক্যারিয়ারের অন্যতম আলোচিত এবং গুরুত্বপূর্ণ মুহূর্ত আসে ১৯৮৬ সালের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে। এই ম্যাচে তিনি দুটি বিখ্যাত গোল করেন, যা ফুটবল ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে। প্রথম গোলটি ছিল তার "হ্যান্ড অফ গড", যেখানে তার হাতের স্পর্শে বল জালে ঢোকে এবং এই গোলটি নিয়ে আজও আলোচনা হয়। দ্বিতীয়টি ছিল "গোল অফ দ্য সেঞ্চুরি", যেখানে তিনি প্রায় পুরো মাঠ একাই ড্রিবলিং করে ইংল্যান্ডের ডিফেন্ডারদের পরাস্ত করে গোল করেন। এই ম্যাচের পরেই ম্যারাডোনা বিশ্ব ফুটবলের এক আইকন হিসেবে প্রতিষ্ঠা পান।



ক্লাব ক্যারিয়ার



ম্যারাডোনা তার ক্যারিয়ারে বিভিন্ন ক্লাবে খেলেছেন, তবে সবচেয়ে স্মরণীয় হলো ইতালির ক্লাব নাপোলির হয়ে তার সময়কাল। নাপোলিকে তিনি ১৯৮৭ এবং ১৯৯০ সালে সিরি আ লিগ শিরোপা জেতাতে সাহায্য করেন। নাপোলিতে তিনি এমনভাবে সফলতা অর্জন করেন যে সেখানে তাকে দেবতা হিসেবে দেখা হয়, এবং তার সম্মানে আজও তার নাম স্মরণ করা হয়।



ব্যক্তিগত জীবন ও সংগ্রাম



ফুটবলের মাঠে যত সফলতা, ঠিক ততটাই সংগ্রামমুখর ছিল তার ব্যক্তিগত জীবন। মাদকাসক্তি, স্বাস্থ্য সমস্যা এবং নানা বিতর্ক তাকে জীবনের একাধিকবার নানান চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করায়। তবে তার ক্রীড়াপ্রতিভা কখনও ম্লান হয়নি। যদিও তিনি একাধিকবার স্বাস্থ্য সংকটের মুখোমুখি হয়েছেন, তবুও তার ফুটবল প্রেম ও প্রতিভার জন্য তাকে সবসময়ই স্মরণ করা হয়।



মৃত্যু



২০২০ সালের ২৫ নভেম্বর, ৬০ বছর বয়সে ডিয়েগো ম্যারাডোনা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে পুরো বিশ্ব ফুটবল শোকগ্রস্ত হয়, এবং বিশ্বব্যাপী ফুটবলপ্রেমীরা তাকে তাদের হৃদয়ে অমর স্থান দিয়েছেন।



ডিয়েগো ম্যারাডোনার জীবন ছিল এক অনন্য অধ্যায় — একে একাধারে রূপকথা ও বাস্তবতার গল্প বলা যায়। ফুটবলের প্রতি তার গভীর প্রেম ও অতুলনীয় দক্ষতা তাকে চিরকাল ফুটবল ইতিহাসে অমর করে রেখেছে।