ঢাকা | বঙ্গাব্দ

ঘোষণাপত্রের উদ্দেশ্য স্বচ্ছ হতে হবে: সালাউদ্দিন আহমেদ

ঘোষণাপত্রের উদ্দেশ্য স্বচ্ছ হতে হবে।
  • নিজস্ব প্রতিবেদক | ১৬ জানুয়ারি, ২০২৫
ঘোষণাপত্রের উদ্দেশ্য স্বচ্ছ হতে হবে: সালাউদ্দিন আহমেদ ছবি : সংগৃহীত।

জুলাই ঘোষণাপত্র নিয়ে অন্তর্বর্তী সরকারের ডাকা সর্বদলীয় বৈঠকে সকল রাজনৈতিক দলের নেতারা তাদের মতামত ব্যক্ত করেছেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।  


তিনি জানান, ঘোষণাপত্র প্রণয়নে সব দলকে অন্তর্ভুক্ত করা উচিত। ঐক্য ধরে রাখা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে সালাউদ্দিন আহমেদ বলেন, "জাতিকে এগিয়ে নিয়ে যেতে ঐক্য অটুট রাখা অপরিহার্য। বিশেষ করে যারা ফ্যাসিবাদবিরোধী অবস্থানে রয়েছে, তাদের নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক বক্তব্য প্রয়োজন।"  


তিনি আরও বলেন, "প্রধান উপদেষ্টার আমন্ত্রণে বৈঠকে অংশ নিয়েছি এবং আমাদের পরামর্শ দিয়েছি। নেতৃবৃন্দ ঘোষণাপত্রের প্রয়োজনীয়তা ও এর রাজনৈতিক, আইনি এবং ঐতিহাসিক গুরুত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। আমরা নিশ্চিত করতে চেয়েছি, সবকিছু যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এবং কোনো বিভেদ সৃষ্টি না হয়।"  


সালাউদ্দিন আহমেদ বৈঠকে দেওয়া পরামর্শগুলো বাস্তবায়নের আহ্বান জানান এবং বলেন, "ঘোষণাপত্রের উদ্দেশ্য ও প্রক্রিয়া সবার জন্য স্বচ্ছ ও সমন্বিত হতে হবে। এটি জাতীয় ঐক্যের বার্তা নিয়ে আসবে।"


thebgbd.com/NA