ঢাকা | বঙ্গাব্দ

জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসায় ১৫০ কোটি টাকা অনুমোদন

আহতদের জন্য অনুদান চারটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে।
  • নিজস্ব প্রতিবেদক | ১৯ জানুয়ারি, ২০২৫
জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসায় ১৫০ কোটি টাকা অনুমোদন ফাইল ছবি

জুলাই গণঅভ্যুত্থানে আহত ১৫ হাজার মানুষের চিকিৎসার জন্য সরকার ১৫০ কোটি টাকার অনুদান অনুমোদন করেছে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক সরকারি চিঠিতে এ তথ্য জানানো হয়।  


গত বুধবার (১৫ জানুয়ারি) মন্ত্রণালয়ের উপসচিবের সই করা চিঠিতে উল্লেখ করা হয়েছে, ২০২৪-২৫ অর্থবছরে অর্থ বিভাগের বাজেটের অধীনে "অপ্রত্যাশিত ব্যয় ব্যবস্থাপনা খাত" থেকে এ অনুদান বরাদ্দ দেওয়া হয়েছে। এই অর্থ শহীদ পরিবারের সহায়তা এবং আহতদের চিকিৎসার জন্য ব্যবহার করা হবে।  


আহতদের জন্য অনুদান চারটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। ক্যাটাগরি ‘এ’-তে ১ হাজার ব্যক্তি প্রতিজন ২ লাখ টাকা করে ২০ কোটি টাকা পাবেন। ক্যাটাগরি ‘বি’-তে ৩ হাজার ব্যক্তি প্রতিজন ১ লাখ টাকা করে ৩০ কোটি টাকা পাবেন। ক্যাটাগরি ‘সি’-তে ৪ হাজার ব্যক্তি প্রতিজন ১ লাখ টাকা করে ৪০ কোটি টাকা বরাদ্দ পাবেন। ক্যাটাগরি ‘ডি’-তে ৭ হাজার ব্যক্তি প্রতিজন ৫০ হাজার টাকা করে মোট ৩৫ কোটি টাকা বরাদ্দ পাবেন। আহতদের দেশ-বিদেশে চিকিৎসা পরামর্শ সেবার জন্য আরও ২৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হবে।  


বরাদ্দ করা ১৫০ কোটি টাকা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের আয়ন-ব্যয় কর্মকর্তার মাধ্যমে সোনালী ব্যাংক পিএলসি, রমনা কর্পোরেট শাখায় উন্মুক্ত চলতি হিসাবে জমা দেওয়া হবে। এটি "জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সহায়তা ও আহতদের চিকিৎসা অনুদান কার্যক্রম" শিরোনামে পরিচালিত হবে।  


চিঠিতে আরও বলা হয়েছে, শহীদ পরিবারের জন্য ১০ লাখ টাকা করে মাসিক মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র ক্রয় করা হবে, যা মেয়াদপূর্তির পর নগদায়নযোগ্য হবে। অর্থ ব্যবহারের ক্ষেত্রে প্রচলিত আর্থিক বিধি-বিধান মেনে স্বচ্ছতা নিশ্চিত করার জন্য একটি নীতিমালা জারি করা হবে। অর্থ ব্যবস্থাপনায় মন্ত্রণালয়ের নির্ধারিত কর্মকর্তাদের মাধ্যমে কাজ পরিচালনার নির্দেশও দেওয়া হয়েছে।


thebgbd.com/NIT