বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৬৯-এর গণ-আন্দোলনের শহীদ আসাদুজ্জামানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন এবং তার রুহের মাগফিরাত কামনা করেছেন। আজ সোমবার শহীদ আসাদ দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ শ্রদ্ধা জানান এবং দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
তারেক রহমান বলেন, শহীদ আসাদ আমাদের স্বাধিকার ও গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এক অবিস্মরণীয় নাম। তিনি সামরিক স্বৈরশাসনের বিরুদ্ধে লড়াইয়ে নিজের জীবন উৎসর্গ করে গণতন্ত্র প্রতিষ্ঠার পথ প্রশস্ত করেছিলেন।
তিনি আরও উল্লেখ করেন, শহীদ আসাদের আত্মত্যাগ স্বৈরশাসনের পতন ত্বরান্বিত করেছিল এবং দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।
তারেক রহমান বলেন, শহীদ আসাদের আত্মদান আমাদের ভবিষ্যৎ আন্দোলন ও সংগ্রামে প্রেরণা জুগিয়েছে। আজকের দিনে স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালানো সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। এজন্য তিনি দেশবাসীকে একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন।
thebgbd.com/NIT