রাজধানীর ডেমরায় বিএনপির সাবেক এমপি সালাউদ্দিন আহমেদকে দল থেকে বহিষ্কারের দাবিতে ঝাড়ু মিছিল করেছে জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীরা। আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল ১০টায় ডেমরা থানার স্টাফ কোয়ার্টার চৌরাস্তা এলাকায় ডেমরা থানা মহিলা দলের উদ্যোগে এই মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সভায় ডেমরা থানা মহিলা দলের সাবেক সভাপতি ও ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক নায়লা ইসলাম অভিযোগ করেন, ১৭ বছরেরও বেশি সময় রাজনীতিতে নিষ্ক্রিয় থাকা সালাউদ্দিন আহমেদ এখন সুবিধাজনক সময়ে আবার সক্রিয় হয়ে এমপি হওয়ার স্বপ্ন দেখছেন। তিনি বলেন, "সালাউদ্দিনের এমপি হওয়ার দিবাস্বপ্ন কোনোদিন পূরণ হবে না। যারা আগে আমাদের দমন করত, এখন তাদের জায়গায় হুমকি দিচ্ছে ‘দৌড় সালাউদ্দিন’।"
নায়লা ইসলাম আরও বলেন, ১৮ জানুয়ারি একটি সভায় সালাউদ্দিন প্রকাশ্যে তাকে শীতলক্ষ্যা নদীতে ফেলে দেওয়ার হুমকি দেন। এই ঘটনায় মহিলা দলের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। তার দাবি, সালাউদ্দিনকে দ্রুত দল থেকে বহিষ্কার না করা হলে দলে বিভ্রান্তি ও বিভাজন তৈরি হতে পারে।
সালাউদ্দিন আহমেদের এমন আচরণের প্রতিবাদে মহিলা দলের নেতাকর্মীরা ঝাড়ু মিছিলের মাধ্যমে তাদের অসন্তোষ প্রকাশ করেন এবং তাকে দল থেকে বহিষ্কারের দাবি জানান।
thebgbd.com/NIT