অন্তর্বর্তী সরকারের খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, ‘রমজান মাসে আমাদের খাদ্য মন্ত্রণালয় মূলত চাল ও গম সবচেয়ে বেশি দেখাশোনা করে। বাকি কিছু আইটেম দেখভাল করে টিসিবি। সেটা বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে। আমার মনে হচ্ছে টিসিবিও ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। আমরা খাদ্য মন্ত্রণালয় থেকে প্রতি উপজেলায় প্রতিদিন দুই মেট্রিক টন চাল বিক্রি শুরু হয়েছে এ মাস থেকে। রমজান মাসেও এটা থাকবে।’
তিনি বলেন, ’সারা দেশে ৫০ লাখ লোকের জন্য খাদ্যবান্ধব কর্মসূচি চালু হয়েছে। দরিদ্র শ্রেণির ৫০ লাখ লোক মাসে ৩০ কেজি করে চাল পাবেন ১৫ টাকা করে। আশা করছি, রমজান মাসে দ্রব্যমূল্য সহনশীল থাকবে।’
মঙ্গলবার (২১ জানুয়ারি) চট্টগ্রাম বন্দরে মিয়ানমার থেকে প্রথম চালানে আসা ২২ হাজার মেট্রিক টন চাল খালাস কার্যক্রম পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
খাদ্য উপদেষ্টা বলেন, ‘এবছর সর্বমোট আট থেকে নয়লাখ মেট্রিকটন চাল আসবে সরকারি সেক্টরে। ভারত, মিয়ানমার, পাকিস্তান এসব জায়গা থেকে আসবে। ভিয়েতনামের সঙ্গে আলোচনা চলছে। অনান্য দেশের সঙ্গেও আলাপ আলোচনা চলছে।’
এ সময় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন,খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আব্দুল খালেক ও বন্দর চেয়ারম্যান এস এম মনিরুজ্জামানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
thebgbd.com/NIT