ঢাকা | বঙ্গাব্দ

শান্তি চুক্তি না করলে রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা

২০ জানুয়ারি শপথ নেয়ার বহু আগে থেকেই ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধ করার প্রতিশ্রুতি দিয়ে আসছেন।
  • অনলাইন ডেস্ক | ২২ জানুয়ারি, ২০২৫
শান্তি চুক্তি না করলে রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যদি রুশ প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনে যুদ্ধ বন্ধে একটি শান্তি চুক্তির লক্ষ্যে আলোচনা করতে অস্বীকৃতি জানান তাহলে রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করতে পারেন। ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানায়।


শপথ নেওয়ার একদিন পর মঙ্গলবার (২১ জানুয়ারি) হোয়াইট হাউসে সাংবাদিকরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে জানতে চান, যদি ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন আলোচনার টেবিলে না বসতে রাজি না হন তাহলে মস্কোর ওপর অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপ করা হবে কি না। জবাবে ট্রাম্প বলেছেন, ‘মনে হচ্ছে তাই’ হবে। 


২০ জানুয়ারি শপথ নেয়ার বহু আগে থেকেই ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধ করার প্রতিশ্রুতি দিয়ে আসছেন। নিজের নির্বাচনি প্রচারণায় একাধিকবার তিনি আশা প্রকাশ করেন কিয়েভকে রাশিয়ার প্রতি ছাড় দিতে বাধ্য করার জন্য চাপ দিবেন। 


পুতিনের অস্বাভাবিক সমালোচনামূলক মন্তব্যের জবাবে ট্রাম্প সোমবার বলেছেন, পুতিনকে ‘একটি চুক্তি করা উচিত। তিনি চুক্তি না করে রাশিয়াকে ধ্বংস করছেন।’ ট্রাম্প আরো বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তাকে বলেছেন, যুদ্ধের অবসান ঘটাতে একটি শান্তি চুক্তি চান।


সূত্র: এএফপি


এসজেড