মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী মার্কো রুবিও আফগানিস্তানের তালেবান নেতাদের মাথার উপর ওসামা বিন লাদেনের চাইতেও বড় পুরস্কার ঘোষণার হুমকি দিয়েছেন। খবর এএফপি’র।
ট্রাম্পের নতুন প্রশাসনের কিউবান বংশদ্ভুত পররাষ্ট্র মন্ত্রী রুবিও শনিবার সোস্যাল মিডিয়া এক্সে তালেবান নেতাদের প্রতি এই কঠোর হুঁশিয়ারি দেন। সেখানে তিনি লিখেছেন, শুনছি আফগানিস্তানে তালেবানরা বেশি বেশি মার্কিনিদের জিম্মি করছে। যদি এটা সত্যি হয় তাহলে আমরা তাৎক্ষণিক তালেবান নেতাদের মাথার উপর বড় ধরনের পুরস্কার ঘোষণা করব। যে পুরস্কার হতে পারে ওসামা বিন লাদেনের মাথার উপর ঘোষিত পুরস্কারের চেয়েও বড়।
তবে মার্কো রুবিও তালেবানের হাতে আটক মার্কিনি কারা সে বিষয়ে কিছু উল্লেখ করেননি। তালেবানরা জো বাইডেন প্রশাসনের সঙ্গে সম্পাদিত এক চুক্তি অনুযায়ী মার্কিন নাগরিক রায়ান করবেটকে ২০২২ সালের আগস্টে মুক্তি দেয়। তিনি আফগানিস্তানে তার পরিবার নিয়ে বাস করতেন। উইলিয়াম ম্যাককেন্টি নামে আরো একজন মার্কিনিকে তালেবানরা মুক্তি দিয়েছে। তার সম্পর্কে তেমন কিছু জানা যায়নি। বিনিময়ে মার্কিন প্রশাসন ক্যালিফোর্নিয়ায় যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত খান মোহাম্মদ নামে একজন আফগানকে ছেড়ে দিয়েছে।
যুক্তরাষ্ট্র ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের পর সৌদি নাগরিক ওসামা বিন লাদেনের মাথার মূল্য হিসাবে ২৫ মিলিয়ন মার্কিন ডলার ঘোষণা করে। এই পুরস্কার কেউ গ্রহণ করতে না পারলেও পরবর্তীতে ২০১১ সালে ওসামা বিন লাদেন পাকিস্তানের অ্যাবোটাবাদে মার্কিন নেভি সিল বাহিনীর হাতে নিহত হয়।
সূত্র: এএফপি
এসজেড