বিজ্ঞানীরা মহাকাশে সবচেয়ে বড় এবং তীব্র ঝড়ের সন্ধান পেয়েছেন, যা সৌরজগতের বাইরে WASP-127b নামক একটি গ্রহে ধেয়ে আসছে। এই ঝড়ের গতি অত্যন্ত দ্রুত, ঘণ্টায় প্রায় ৩৩ হাজার কিলোমিটার, যা মহাকাশের ইতিহাসে এক বিরল ঘটনা। এর ভয়াবহ গতিবেগ এবং শক্তি বিজ্ঞানীদের উদ্বিগ্ন করেছে।
পৃথিবীর ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ঝড়ের গতি ছিল ঘণ্টায় ৪০৭ কিলোমিটার, যা এর তুলনায় নগণ্য। WASP-127b গ্রহটি পৃথিবী থেকে প্রায় ৫০০ আলোকবর্ষ দূরে অবস্থিত এবং এটি একটি দৈত্যাকার গ্যাসীয় গ্রহ। এর আকার বৃহস্পতি গ্রহের চেয়ে কিছুটা বড় হলেও এর ভর অত্যন্ত কম।
এই গ্রহটি ২০১৬ সালে আবিষ্কৃত হয় এবং এর নিরক্ষরেখায় একটি শক্তিশালী ঝড়ের বলয় আবিষ্কৃত হয়েছে। আমাদের সৌরজগতের গ্যাসীয় গ্রহগুলোর মতো এ গ্রহের বলয়ও বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ। তবে ঝড় বা হাওয়ার গতি এবং এর প্রকৃতি এখনও রহস্যে ঘেরা।
বিজ্ঞানীরা ইউরোপিয়ান সাদার্ন অবজারভেটরি (ইএসও)-র চিলিতে অবস্থিত জায়ান্ট টেলিস্কোপ (ভিএলটি)-এর সাহায্যে এই ঝড়ের গতিবেগ পরিমাপ করেছেন। এই গবেষণা সম্প্রতি Astronomy and Astrophysics জার্নালে প্রকাশিত হয়েছে। ঝড়ের এই অস্বাভাবিক গতিবেগ মহাকাশ বিজ্ঞানীদের জন্য নতুন প্রশ্নের জন্ম দিচ্ছে এবং এটি মহাকাশের প্রকৃতির গভীর রহস্য উন্মোচনে সহায়ক হতে পারে।
thebgbd.com/NA