ভারতের উত্তপ্রদেশের বাগপতে জৈন সম্প্রদায়ের একটি ধর্মীয় সমাবেশ চলাকালে লাড্ডু বিতরণের সময় ৬৫ ফুট উঁচু কাঠের মঞ্চ ভেঙে পড়ে ভক্তদের উপর। আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায়, প্রাণ বাঁচাতে এ দিক-ও দিক পালাতে থাকেন ভক্তেরা। পদপিষ্টের মতো পরিস্থিতি সৃষ্টি হয়। এতে কমপক্ষে ছয়জন ভক্ত নিহত এবং আরও ৮০ জন আহত হয়েছেন বলে একজন কর্মকর্তা জানিয়েছেন।ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এবং লখনউ থেকে এএফপি এ খবর জানায়।
জেলা ম্যাজিস্ট্রেট অস্মিতা লাল এএফপিকে বলেন, একটি কাঠের তৈরি মঞ্চ ধসে ছয়জনের মৃত্যু হয়েছে এবং ৮০ জন আহত হয়েছেন। মঞ্চের নীচে অনেকে চাপা পড়ে রয়েছেন। অনেকের মৃত্যুর আশঙ্কাও করা হচ্ছে। এনডিটিভি নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, জৈন দেবতা আদিনাথের মুক্তি উপলক্ষে প্রতি বছর উৎসবের সময় এই কাঠের মঞ্চটি তৈরি করা হয়। দুর্বল ভিড় ব্যবস্থাপনা এবং নিরাপত্তা ত্রুটির কারণে ভারতের প্রধান ধর্মীয় উৎসবগুলোতে প্রায়ই মারাত্মক দুর্ঘটনা ঘটে থাকে।
বাগপতের জেলাশাসক জানিয়েছেন, প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ছ’জন ভক্তের মৃত্যু হয়েছে। তবে কত জন মঞ্চের নীচে চাপা পড়ে রয়েছেন, সেই সংখ্যাটি স্পষ্ট নয়। উদ্ধারকাজ চলছে। তবে স্থানীয় সূত্রে দাবি করা হচ্ছে, মৃতের সংখ্যা অনেক বেশি। মঞ্চের নীচে চাপা পড়ে রয়েছেন ৫০ জনেরও বেশি ভক্ত।
তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানোর ব্যবস্থা হচ্ছে। জানা গিয়েছে, বাগপতের বারাউতে মঙ্গলবার ‘লর্ড আদিনাথ নির্বাণ লাড্ডু’ নামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে ৬৫ ফুট উঁচু একটি কাঠের মঞ্চ বানানো হয়। সেটি আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। বিশাল উঁচু সেই মঞ্চ ভক্তদের উপর ভেঙে পড়ায় হুড়োহুড়ি পড়ে যায়।
মঙ্গলবার সকাল ৭টা থেকে ৮টার মধ্যে ঘটনাটি ঘটেছে। যে মঞ্চটি বানানো হয়, তার উপর ৪-৫ ফুট উঁচু বিগ্রহ রাখা ছিল। কাঠ এবং বাঁশের তৈরি সেই মঞ্চে সিঁড়ি দিয়ে উঠছিলেন ভক্তেরা। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, অতিরিক্ত ভার সহ্য করতে না পেরে মঞ্চটি ভেঙে পড়ে। পুলিশ সুপার জানিয়েছেন, প্রতি বছর এখানে জৈনদের অনুষ্ঠান পালিত হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ‘আদিনাথ নির্বাণ লাড্ডু’ অনুষ্ঠানে যোগ দিতে আসেন জৈন সম্প্রদায়ের মানুষেরা। মঙ্গলবারও প্রচুর ভক্তের ভিড় হয়। সেই সময়েই এই দুর্ঘটনা ঘটে।
২০১৬ সালে দক্ষিণ কেরালা রাজ্যের একটি মন্দিরে হিন্দু নববর্ষ উপলক্ষে নিষিদ্ধ আতশবাজি প্রদর্শনের সময় এক ভয়াবহ বিস্ফোরণে আরও ১১২ জন মারা যান। জৈন ধর্ম একটি প্রাচীন ভারতীয় ধর্ম। ভারতের ১.২৫ বিলিয়ন মানুষের এক শতাংশেরও কম লোক এই ধর্ম অনুসরণ করে। যা অহিংসা, কঠোর নিরামিষভোজী এবং ছোট-বড় সকল প্রাণীর প্রতি ভালোবাসা প্রচার করে।
সূত্র: এএফপি, এনডিটিভি
এসজেড