ঢাকা | বঙ্গাব্দ

ফের কোচিংয়ে ফিরছেন জাভি!

মাঝেমধ্যেই বিভিন্ন ক্লাবের সঙ্গে আলোচনার গুঞ্জন উঠেছে। এবার জুভেন্টাসের সঙ্গে আলোচনার গুঞ্জন উঠেছে।
  • নিজস্ব প্রতিবেদক | ২৯ জানুয়ারি, ২০২৫
ফের কোচিংয়ে ফিরছেন জাভি! জাভি হার্নান্দেজ।

কিছুটা তিক্ত অভিজ্ঞতা নিয়েই গত মৌসুম শেষে বার্সেলোনা ছেড়েছিলেন জাভি হার্নান্দেজ। এরপর থেকে বেকার সময় কাটাচ্ছেন তিনি। যদিও মাঝেমধ্যেই বিভিন্ন ক্লাবের সঙ্গে আলোচনার গুঞ্জন উঠেছে। এবার জুভেন্টাসের সঙ্গে আলোচনার গুঞ্জন উঠেছে। ফরাসি সংবাদমাধ্যম লা'কিপে জানিয়েছে আলোচনা অনেকটাই এগিয়েছে দুই পক্ষের মধ্যে।


চলতি মৌসুমে থিয়াগো মত্তার অধীনে খুব একটা ভালো অবস্থানে নেই জুভেন্টাস। সিরিআয় মাত্র একটি ম্যাচ হারলেও তারা রয়েছে পঞ্চম স্থানে। মাঝে ২১ ম্যাচ অপরাজিত তারা। প্রায় একই অবস্থা চ্যাম্পিয়ন্স লিগেও। সেখানেও হার একটিতে। কিন্তু দলটি অবস্থান করছে ১৭তম স্থানে। যে কারণে মত্তাকে ছাঁটাইয়ের গুঞ্জন উঠেছে।


লা'কিপের সংবাদ অনুযায়ী, ওল্ড লেডিরা ইতালিয়ান কোচ মত্তাকে বরখাস্ত করার প্রস্তুতি নিচ্ছে। ৪২ বছর বয়সী এই কোচের জায়গায় আগামী গ্রীষ্মে কোচ হিসেবে জাভিকে আনার কথা বিবেচনা করছে তারা। দুই পক্ষের মধ্যে আলোচনাও হয়েছে বলে দাবী করেছে তারা।


তবে ইতালিয়ান সংবাদমাধ্যম কোরিয়েরে দেল্লো স্পোর্তের সংবাদ অনুযায়ী, সাবেক বার্সেলোনা কোচ জাভির সঙ্গে কোনো 'অনানুষ্ঠানিক; আলোচনা হওয়ার খবরকে অস্বীকার করেছে জুভেন্টাস। দলটির হতাশাজনক ফলাফল ও অপ্রত্যাশিত পারফরম্যান্স সত্ত্বেও, আরেক ইতালিয়ান সংবাদমাধ্যম তুত্তোস্পোর্তের মতে, মত্তাকে বরখাস্ত করার বিষয়ে কোনো চিন্তাভাবনা করছে না তারা।


গত গ্রীষ্মে অ্যালিয়াঞ্জ স্টেডিয়ামে তিন বছরের চুক্তি স্বাক্ষর করেছিলেন মত্তা। উভয় মিডিয়ার মতে, ক্লাবের অবস্থান একই থাকবে, এমনকি যদি এই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের জন্য যোগ্যতা অর্জনে ব্যর্থ হলেও।


আগামীকাল মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বের শেষ ম্যাচে অ্যালিয়াঞ্জ স্টেডিয়ামে বেনফিকার মুখোমুখি হবে তুরিনের ক্লাবটি। ইতোমধ্যেই শীর্ষ ২৪-এ জায়গা করে নিয়েছে দলটি, তবে পর্তুগিজ ক্লাবের বিপক্ষে জয় তাদের শীর্ষ আটে ওঠার সম্ভাবনা টিকিয়ে রাখবে।


thebgbd.com/NIT